North Bengal Wedding Destination: বাড়ি থেকে দূরে পাহাড়ের কোলে হোক ছাদনাতলা, চাঁদনি আলোয়ে হোক শুভদৃষ্টি! নর্থ বেঙ্গল এখন বাঙালির 'হট বাজেট ফ্রেন্ডলি' ডেস্টিনেশন ওয়েডিং স্পট
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
কুয়াশা ঘেরা পাহাড়ে ছাদনাতলা! ডেস্টিনেশন ওয়েডিং এ চাহিদা বাড়ছে উত্তরবঙ্গে৷ জীবনের অন্যতম দিনটাকে স্মরণীয় করে রাখতে। একসময় যা ছিল সেলেবদের কুক্ষিগত, এখন তাতে পা গলিয়েছে সাধারণও।
কুয়াশা ঘেরা পাহাড়ের ঢালে প্রিয় মানুষের সঙ্গে জীবনের অন্যতম দিনটি স্মরণীয় করে রাখতে । ডেস্টিনেশন ওয়েডিংয়ে দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। আর ডেস্টিনেশন ওয়েডিংয়ে ভর করে পর্যটনের নতুন দিশা খুলেছে।ওয়েডিং-এর কথা মাথায় এলে প্রথমেই ভেসে ওঠে ইতালিতে বিরাট-অনুষ্কার সেই রাজকীয় বিয়ের আয়োজন। হালে সব সেলেব্রিটিই অবশ্য ঝুঁকছেন ডেস্টিনেশন ওয়েডিংয়ে, নিজেদের মতো করে জীবনের অন্যতম দিনটাকে স্মরণীয় করে রাখতে। একসময় যা ছিল সেলেবদের কুক্ষিগত, এখন তাতে পা গলিয়েছে সাধারণও। (অনির্বাণ রায়)
advertisement
ইভেন্ট ম্যানেজার শুভাশিস কুণ্ডুর কথায়, 'ডেস্টিনেশন ওয়েডিংয়ে আমাদের উত্তরের চাহিদা বাড়ছে নিশ্চিতভাবে। মুম্বই, চেন্নই সহ বিভিন্ন জায়গার মানুষ আসছেন এখানে নিজেদের বিশেষ দিনটি সেলিব্রেট করতে। খরচসাপেক্ষ হলেও চাহিদা কিন্তু কম নয়।' ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য দেশজুড়ে খ্যাতি রয়েছে রাজস্থানের। গোয়া, কেরলও যথেষ্ট বিখ্যাত। এবার সেই তালিকায় ঢুকে পড়ছে উত্তরের পাহাড়-জঙ্গলও। সম্প্রতি কার্সিয়াংয়ের একটি রিসর্টে ডেস্টিনেশন ওয়েডিংয়ের আসর বসেছে।
advertisement
ম্যানেজারদের আশা, আগামী দশ লোকেশন, কেউ আবার লাভা, তিনচুলে, কার্সিয়াং, সিটং, লাভা, লোলেগাঁওয়ের মতো জায়গা। অধিকাংশই আসছেন কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের এলাকা থেকে। এছাড়া অসম, ত্রিপুরা থেকেও অনেকেই আসছেন ডেস্টিনেশন ওয়েডিং করতে। যত দিন যাচ্ছে, অফবিট লোকেশনগুলির চাহিদা উত্তরোত্তর বাড়ছে। কালিম্পংয়ের নানা পাহাড়ি গ্রাম, লাভা, তিনচুলে, চারখোলের মতো জায়গাগুলিতে বড় হোটেল, রিসর্ট বিয়ের মরশুমে ফাঁকা পাওয়া মুশকিল।
advertisement
advertisement