Christmas 2024: 'বালি সুইং'-এ বসে দিনভর কাঞ্চনজঙ্ঘা দর্শন! রোম্যান্সে ডুবে কাটুক দু'দিন, প্রেম জমানোর সেরা ঠিকানা এটাই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Christmas Trip 2024: বালির মতোই কালিম্পংয়ের এই অফবিট গ্রামে রয়েছে দোলনা বিছানা, যা আপনাকে বালির অনুভূতি দেবেই দেবে। রোম্যান্সে ডুবে কাটুক দু'দিন, প্রেম জমানোর সেরা ঠিকানা এটাই...
advertisement
advertisement
advertisement
*খুব অল্প খরচেই ঘুরে আসতে পারেন সানতুকে। পাহাড়ে ঘুরতে গিয়ে অনেকেই একটু অফবিট জায়গার খোঁজ করেন। বন্ধু বান্ধব হোক, পরিবার হোক বা প্রিয় মানুষ…শহুরে কোলাহল ছেড়ে কার না একটু নিরিবিলি শান্ত পরিবেশে কয়েকটা দিন ছুটি নিয়ে ঘুরে আসতে ইচ্ছা করে। আপনারও করছে নিশ্চয়ই? তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই সানতুক থেকে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*এনজিপি থেকে সেবক হয়ে কালিম্পং ঢুকে সানতুকে আসতে পারেন। আবার ওদলাবাড়ি গরু বাথান হয়েও আসতে পারেন। সময় মোটামুটি একই লাগবে। এনজিপি থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। ট্যাক্সি রিজার্ভ করেও আসতে পারেন। এই নম্বর এ 9749990104/ 7908028359 যোগাযোগ করলে গাড়ি পাঠানোর ব্যবস্থাও করে দেওয়া হয়। সংগৃহীত ছবি।