পশ্চিম মেদিনীপুর: ‘‘আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আপনাকে’’ এই বলে মহিলাকে ফোন। তারপরেই প্রতারণার শিকার এক মহিলা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন দফায় উধাও হলো প্রায় ৫১ হাজার টাকা। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করলেন ওই প্রতারিত মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার অন্তর্গত কাশিগঞ্জ এলাকায়।
আরও পড়ুন: হাতির হানা থেকে কীভাবে বাঁচবেন, এঁকে জানিয়ে দিল খুদেরা
কাশিগঞ্জের বাসিন্দা মৌসুমী ধড়ির অভিযোগ, শনিবার তাঁর মোবাইলে একটি ফোন আসে। তাঁকে ফোনে বলা হয় আবাস যোজনা প্রকল্পে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার একাউন্টে আজ পাঠানো হবে। আপনার ব্যাংক একাউন্ট নম্বর বলুন, এরপর ঐ মহিলা তাঁর ব্যাংক একাউন্ট নং বলার পরেই তাঁর মোবাইলে একটি ওটিপি আসে, সেটি ওই মহিলার কাছ থেকে জানতে চাওয়া হয় প্রতারকদের পক্ষে, মহিলা সরল মনে ওটিপি বলার পরেই তিন দফায় মহিলার একাউন্ট থেকে ৫১ হাজার টাকা মুহুর্তের মধ্যে উধাও হয়ে যায় বলে অভিযোগ।
আরও পড়ুন: ইতিহাসের অন্যতম দলিল দাঁতনের মোগলমারি, পরতে পরতে লুকিয়ে ঐতিহাসিক গাথা
ঘটনার পরেই ফোন কেটে দেন মহিলা, তারপরেও বারেবারে ফোন আসে, কিন্তু ভয়ে ধরেননি মহিলা। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। অন্যদিকে ঘটনার পর প্রতারকের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। তবে ঘটনার পরেই নড়েচড়ে বসেছে ক্ষীরপাই পুলিশ।
শোভন দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Midnapore news