Jhargram News: হাতির হানা থেকে কীভাবে বাঁচবেন, এঁকে জানিয়ে দিল খুদেরা

Last Updated:

হাতির হানা থেকে জঙ্গলমহলকে বাঁচানোর উপায় জানাল খুদেরা। ঝাড়গ্রাম জেলার সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় উঠে এল এই ছবি

ঝাড়গ্রাম: লোকালয়ে এসে তাণ্ডব করা হাতিকে কী করে ঠেকানো যাবে তা উঠে এল অঙ্কন প্রতিযোগিতার আসর থেকে। পাশাপাশি প্রতিযোগীরা ফুটিয়ে তুললেন জঙ্গল ঘেরা ঝাড়গ্রামের নানান পর্যটন কেন্দ্রগুলোর ছবি। প্রতিযোগীদের আঁকা ছবিতে কোথাও তুলে ধরা হয়েছে মা হাতি তার শাবককে নদী পার করাচ্ছে, আবার কেউ কেউ ফুটিয়ে তুলেছে জঙ্গলের মধ্যে হাতির অবাধ ঘোরাফেরা। প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় হাতিদের রাজত্ব। কিন্তু বর্তমানে জঙ্গলে খাবারের অভাব, স্থানীয়দের আগুন লাগানোর মত কারণে লোকালয়ে হাতির হানা ভয়ঙ্কর বেড়ে গিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই হাতির হানা ঠেকানোর স্বাভাবিক উপায় উঠে এল শিশুদের মধ্য থেকে। আর এই অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হল ঝাড়গ্রামেরর সাংবাদিকদের উদ্যোগে।
শুধু অঙ্কন প্রতিযোগিতা নয়, জেলার সাংবাদিকরা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন‌ও করেন। ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে হওয়া এই প্রতিযোগিতায় ২৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে মোট চারটি বিভাগে। ঝাড়গ্রাম সংবাদ ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা, জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, মহকুমাশাসক বাবুলাল মাহাত, ঝাড়গ্রাম পুরসভা পুরপ্রধান কবিতা ঘোষ সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
advertisement
advertisement
রবিবার সকাল ৮ টায় অঙ্কন প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের চারটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা আয়োজিত হয়। সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন জেলাশাসক সহ উপস্থিত অন্যরা। পাশাপাশি গত ৭ ফেব্রুয়ারি পাঁচ কিমি দৌড় প্রতিযোগিতায় জয়ীদের হাতেও এদিন পুরস্কার তুলে দেন আধিকারিকেরা। জেলাশাসক, পুলিশ সুপার বলেন, সংবাদের পাশাপাশি ঝাড়গাম রিপোর্টার্স ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সদস্যদের ধন্যবাদ জানাই। খবরের পাশাপাশি সমাজের জন্য এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সত্যি প্রশংসনীয়। নাওয়া-খাওয়া ভুলে সাংবাদিকরা সাধারণ মানুষের হাতের কাছে খবর পৌঁছে দেন। এবার সাংবাদিকদের অন্য নজির দেখল জঙ্গলমহল।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: হাতির হানা থেকে কীভাবে বাঁচবেন, এঁকে জানিয়ে দিল খুদেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement