North 24 Parganas News: মানুষকে কাছে টানতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল পুলিশ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
নিউ ব্যারাকপুরে পুলিশের আয়োজনের নক আউট ফুটবল টুর্নামেন্ট। দাপিয়ে খেললেন এলাকার মানুষ
উত্তর ২৪ পরগনা: সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তুলতে পুলিশের বিশেষ উদ্যোগ। নিউ ব্যারাকপুরে পুলিশের উদ্যোগে আয়োজিত হল এক অভিনব ফুটবল প্রতিযোগিতা। ছয় দলীয় এই নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে এলাকায় উচ্ছ্বাস-উন্মাদনা ছিল চোখে পড়ার মত। নিউ বারাকপুর থানার অগ্রদূত সংঘ ময়দানে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়।
এই নকআউট ফুটবল প্রতিযোগিতার নাম দেওয়া হয় 'সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট'। জেলা সাংবাদিক একাদশের টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয় নিউ বারাকপুর থানা। রানার্স বিলকন্দা-২ গ্রাম পঞ্চায়েত। নিউ বারাকপুর থানা ৩-০ গোলে পরাজিত করে বিলকন্দা পঞ্চায়েতকে। থানার পক্ষে জয়সূচক গোল তিনটি করেন সম্রাট গাইন, স্নেহাঙ্ক দত্ত এবং অভি দত্ত। জয়ী দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ কর্তা তনয় চ্যাটার্জি এবং নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। বেস্ট খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন অতীত দিনের দিকপাল ফুটবলাররা।
advertisement
advertisement
এই অনুষ্ঠানে হাজির হয়ে মন্ত্রী বলেন, পুলিশ সমাজের বন্ধু। শুধু চোর ডাকাত ধরাই তাদের কাজ নয়। পুলিশ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে, আবার খেলাধুলোর মধ্যে দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদূঢ় করে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক আরও নিবিড় হওয়া জরুরি। এই ফুটবল প্রতিযোগিতার উদ্যোগ যথেষ্ট ভালো। ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলোর যথেষ্ট প্রয়োজন রয়েছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 9:01 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মানুষকে কাছে টানতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল পুলিশ
