উত্তর ২৪ পরগনা: সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তুলতে পুলিশের বিশেষ উদ্যোগ। নিউ ব্যারাকপুরে পুলিশের উদ্যোগে আয়োজিত হল এক অভিনব ফুটবল প্রতিযোগিতা। ছয় দলীয় এই নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে এলাকায় উচ্ছ্বাস-উন্মাদনা ছিল চোখে পড়ার মত। নিউ বারাকপুর থানার অগ্রদূত সংঘ ময়দানে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়।
এই নকআউট ফুটবল প্রতিযোগিতার নাম দেওয়া হয় 'সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট'। জেলা সাংবাদিক একাদশের টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয় নিউ বারাকপুর থানা। রানার্স বিলকন্দা-২ গ্রাম পঞ্চায়েত। নিউ বারাকপুর থানা ৩-০ গোলে পরাজিত করে বিলকন্দা পঞ্চায়েতকে। থানার পক্ষে জয়সূচক গোল তিনটি করেন সম্রাট গাইন, স্নেহাঙ্ক দত্ত এবং অভি দত্ত। জয়ী দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ কর্তা তনয় চ্যাটার্জি এবং নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। বেস্ট খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন অতীত দিনের দিকপাল ফুটবলাররা।
আরও পড়ুন: শিলিগুড়িতে আবার রোড রেসের আসর, করোনার জন্য দু'বছর বন্ধ ছিল
এই অনুষ্ঠানে হাজির হয়ে মন্ত্রী বলেন, পুলিশ সমাজের বন্ধু। শুধু চোর ডাকাত ধরাই তাদের কাজ নয়। পুলিশ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে, আবার খেলাধুলোর মধ্যে দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদূঢ় করে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক আরও নিবিড় হওয়া জরুরি। এই ফুটবল প্রতিযোগিতার উদ্যোগ যথেষ্ট ভালো। ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলোর যথেষ্ট প্রয়োজন রয়েছে।
রুদ্রনারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Football, North 24 Parganas news, Police