Siliguri News: শিলিগুড়িতে আবার রোড রেসের আসর, করোনার জন্য দু'বছর বন্ধ ছিল

Last Updated:

শীত বিদায়ের মুখে শিলিগুড়িতে জমজমাট রোড রেসের আসর। করোনার জন্য গত দু'বছর বন্ধ ছিল

শিলিগুড়ি: করোনারি জন্য দু'বছর বন্ধ থাকার পর ফের শুরু হতে চলেছে শিলিগুড়ির বিখ্যাত রোড রেস। আয়োজন করছে বিজন নন্দী স্মৃতি রক্ষা কমিটি এবং অগ্রণী সংঘ। তাদের যৌথ উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারি ৭ কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হবে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে।
করোনা পরিস্থিতির কারণে গত দু'বছর রোড রেস অনুষ্ঠিত হয়নি। তবে এ বছর সাড়ম্বরে রোড রেস অনুষ্ঠিত হতে চলেছে। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান সংস্থার সদস্যরা। বিজন নন্দীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরুষ এবং মহিলা বিভাগের জন্য এই ৭ কিলোমিটার রোড রেস আয়োজিত হবে।
advertisement
advertisement
আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ৭:৩০-এ আইওসি রোড থেকে গেট বাজার, লেকটাউন, দেশবন্ধু পাড়া হয়ে অগ্রণী সংঘে এসে শেষ হবে এই রোড রেস। পুরুষদের জন্য প্রথম পুরস্কার থাকছে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা, চতুর্থ ৩ হাজার টাকা, পঞ্চম ২ হাজার টাকা। এছাড়া মহিলাদের জন্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা, ২ হাজার টাকা দেওয়া হবে। তবে এই রোড রেসে ১৪ বছর বয়স হলে তবেই অংশগ্রহণ করা যাবে বলে সংস্থার সদস্যরা জানিয়েছেন। অগ্রণী সংঘের সভাপতি জয়দীপ নন্দী বলেন, এই রোড রেসের রেজিস্ট্রেশনের জন্য কোনরকম টাকা ধার্য করা হচ্ছে না, সম্পূর্ণটাই বিনামূল্যে। তবে যারা বাইরে থেকে অংশগ্রহণ করতে আসবে তাদের জন্য ১০০ টাকা করে ধার্য করা হবে নৈশ যাপনের জন্য।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে আবার রোড রেসের আসর, করোনার জন্য দু'বছর বন্ধ ছিল
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement