Purulia News: পুরুলিয়ার দেবেন মাহাত হাসপাতালের কিছু বিভাগ স্থানান্তরিত হল হাতায়ারা সুপার স্পেশালিটিতে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
রোগীদের অতিরিক্ত ভিড় সামলাতে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের গুরুত্বপূর্ণ কিছু বিভাগ স্থানান্তরিত হল হাতায়ারা সুপার স্পেশালিটি হাসপাতালে
পুরুলিয়া: পুরুলিয়ার মানুষদের চিকিৎসার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হাসপাতাল হল দেবেন মাহাত সদর হাসপাতাল। শুধু পুরুলিয়ার বাসিন্দারা নয়, ভিন জেলা থেকেও বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। বহু মুমূর্ষ রোগী প্রাণে বেঁচে ফেরেন এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসা করি। সেই দেবেন মাহাত সদর হাসপাতালের আরও একটি ইউনিট চালু হয়েছে হাতোয়ারায়। যা হাতোয়ারা সুপার সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই পরিচিত।
১৩ ফেব্রুয়ারি থেকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালের আরও বেশ কয়েকটি ওয়ার্ড স্থানান্তরিত হয়েছে হাতোয়ারা নির্মীয়মান সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিষয়ে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের এমএসভিপি সুকোমল বিশয় বলেন, প্রতিদিন পুরুলিয়া সদর হাসপাতালে ৮০০ থেকে ৯০০ রোগী চিকিৎসা করানোর জন্য আসেন। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে সমস্ত রোগের চিকিৎসা হচ্ছে। কিন্তু বর্তমানে হাতোয়ারা নির্মীয়মান সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। ইতিপূর্বেই ডেন্টাল, আই, ডার্মাটোলজির মত বিভাগ হাতোয়ারায় স্থানান্তরিত করা হয়েছিল রোগীদের উন্নতমানের চিকিৎসা দেওয়ার জন্য। সোমবার থেকে ইএনটি, অর্থোপেডিক, স্পেশাল প্ল্যান্ড সার্জারির মত বিভাগগুলিকে স্থানান্তরিত করা হল। আগামী দিনে আরও অন্য কিছু পরিকল্পনা নেওয়া হবে।
advertisement
advertisement
দেবেন মাহাত সদর হাসপাতালে অতিরিক্ত ভিড়ের কারণে রোগীদের চিকিৎসায় বিলম্ব হত। তাই রোগীদের চিকিৎসার সুবিধার্থেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 8:28 PM IST
