Purulia News: উৎপাদনের খরচ থেকে পাইকারি দর কম! লোকসানের বোঝা কমাতে ক্ষেতেই বাঁধাকপির উপর ট্রাক্টর চালিয়ে দিলেন কৃষক
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বাঁধাকপি ফলাতে যে খরচ হচ্ছে পাইকারি বাজারে তার থেকে কম দর পাওয়া যাচ্ছে। এদিকে ফসল বাজারে নিয়ে যেতেও পরিবহণ খরচ চড়া। এই অবস্থায় লোকসানের বোঝা কমাতে ক্ষেতেই বাঁধাকপির উপর ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে দিলেন হতাশ কৃষক
পুরুলিয়া: যে বাঁধাকপি তৈরিতে খরচ পড়ে ৩ থেকে ৪ টাকা, সেটাই পাইকারি বাজারে কৃষক বিক্রি করছেন বড়জোর প্রতি কেজি ৩ টাকা দরে। এদিকে শুধু বাঁধাকপি উৎপাদন করলেই হল না, তা গাড়ি ভাড়া করে বাজারে নিয়ে আসতেও খরচ আছে। সব মিলে লোকসানই লোকসান। এই পরিস্থিতিতে পরিবহণ খরচের বোঝাটুকু থেকে বাঁচতে বাঁধাকপি ক্ষেতের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিলেন কৃষক। লক্ষ্য ক্ষেতের মধ্যেই ফসল নষ্ট করে দেওয়া! কারণ তাতে বাজারে ফসল নিয়ে যাওয়ার খরচটা অন্তত বেঁচে যাবে। এমনই মর্মান্তিক অবস্থা পুরুলিয়ার ঝালদার পুস্থি এলাকার হেঁসলা গ্রামে।
পুস্থির অধিকাংশই কৃষিজীবী মানুষ। এদিকে গত কয়েক বছর ধরেই শীতকালীন সবজির বাজারে মন্দা চলছে। ফসলের যথাযথ দাম পাচ্ছেন না কৃষকরা। এই বছর পরিস্থিতি আরও খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। শুধু বাঁধাকপি নয়, শীতকালীন অন্যান্য সবজি ফুলকপি, লাউ, বেগুন, সিম, টমেটো সেগুলিরও দাম পাচ্ছে না কৃষকরা। এদিকে তাঁরা ঋণ নিয়ে চাষ করেছেন। এই পরিস্থিতিতে বিপুল লোকসান হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। তাঁরা সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন।
advertisement
advertisement
এদিকে চাষের জমিতে বাঁধাকপির উপর কৃষকের ট্রাক্টর চালিয়ে দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা পুরুলিয়ায়। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 7:59 PM IST
