KKR News: জলে যাবে কেকেআরের ২০ কোটি! পাথিরানাকে নেওয়া নিয়ে উঠে গেল বড় প্রশ্ন! জানুন বিস্তারিত

Last Updated:
Kolkata Knight Riders: শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে। কিন্তু পাথিরানাকে নাইটরা নিলেও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেকেআরের ১৮ কোটি টাকা জলে যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
1/5
কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ মিনি নিলামে শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে। কিন্তু পাথিরানাকে নাইটরা নিলেও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেকেআরের ১৮ কোটি টাকা জলে যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ মিনি নিলামে শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে। কিন্তু পাথিরানাকে নাইটরা নিলেও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেকেআরের ১৮ কোটি টাকা জলে যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
advertisement
2/5
চেন্নাই সুপার কিংসের প্রাক্তন পেসারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ব্যাটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ১৯৮৩ বিশ্বকাপজয়ী শ্রীকান্তের মতে, পাথিরানা একজন “হিট-অ্যান্ড-মিস” বোলার, আর তাকে দলে নেওয়া কেকেআরর জন্য বড় ঝুঁকি।
চেন্নাই সুপার কিংসের প্রাক্তন পেসারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ব্যাটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ১৯৮৩ বিশ্বকাপজয়ী শ্রীকান্তের মতে, পাথিরানা একজন “হিট-অ্যান্ড-মিস” বোলার, আর তাকে দলে নেওয়া কেকেআরর জন্য বড় ঝুঁকি।
advertisement
3/5
শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন,“পাথিরানা একটা বিশাল ঝুঁকি। ও হিট-অ্যান্ড-মিস বোলার। কিন্তু ওর দাম আর কতগুলো দল ওর জন্য ঝাঁপাল, সেটা দেখে আমি অবাক হয়েছি। পাথিরানা আদৌ কি এত বড় অঙ্কের টাকা পাওয়ার যোগ্য?”
শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন,“পাথিরানা একটা বিশাল ঝুঁকি। ও হিট-অ্যান্ড-মিস বোলার। কিন্তু ওর দাম আর কতগুলো দল ওর জন্য ঝাঁপাল, সেটা দেখে আমি অবাক হয়েছি। পাথিরানা আদৌ কি এত বড় অঙ্কের টাকা পাওয়ার যোগ্য?”
advertisement
4/5
কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে কেকেআর দারুণ বুদ্ধিমানের কাজ করেছে বলেও জানিয়েছেন মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কান পেসারের থেকে মুস্তাফিজুর রহমান কেকেআরের কাছে ভাল অপশন হতে পারে বলে মনে করেন শ্রীকান্ত।
কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে কেকেআর দারুণ বুদ্ধিমানের কাজ করেছে বলেও জানিয়েছেন মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কান পেসারের থেকে মুস্তাফিজুর রহমান কেকেআরের কাছে ভাল অপশন হতে পারে বলে মনে করেন শ্রীকান্ত।
advertisement
5/5
এছাড়া গত মরশুম আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না মাথিসা পাথিরানা। ১২ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। এছাড়া ইকোনমি রেটও অনেক বেশি ছিল। জাতীয় দলের হয়ে চেনা ছন্দে নেই পাথিরানা। ফলে কেকেআরের হয়ে কেমন পারফর্ম করেন পাথিরানা সেটাই দেখার।
এছাড়া গত মরশুম আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না মাথিসা পাথিরানা। ১২ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। এছাড়া ইকোনমি রেটও অনেক বেশি ছিল। জাতীয় দলের হয়ে চেনা ছন্দে নেই পাথিরানা। ফলে কেকেআরের হয়ে কেমন পারফর্ম করেন পাথিরানা সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement