Abhishek Banerjee: স্বাস্থ্য শিবির পরিদর্শনে বৃহস্পতিবার নন্দীগ্রামে যাবেন অভিষেক, শহিদ পরিবারের সদস্যদের দিয়ে উদ্বোধনের পরিকল্পনা

Last Updated:

বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের দিয়ে হবে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন। দুই ক্যাম্প দুপুরে ঘুরে দেখবেন অভিষেক। কথা বলবেন ক্যাম্পে আসা ব্যক্তিদের সঙ্গে। প্রসঙ্গত, তাঁর নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারে একটি মেগা স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি চালাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

স্বাস্থ্য শিবির পরিদর্শনে বৃহস্পতিবার নন্দীগ্রামে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
স্বাস্থ্য শিবির পরিদর্শনে বৃহস্পতিবার নন্দীগ্রামে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আবীর ঘোষাল, কলকাতা: ২০২৩ সালের ১ জুন নবজোয়ার যাত্রায় চন্ডীপুর থেকে নন্দীগ্রাম মিছিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের কর্মসূচি নিয়ে নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক। তাঁর রণসংকল্প সভার মাঝেই নন্দীগ্রামে জনসংযোগ কর্মসূচিতে অভিষেক। নন্দীগ্রাম ১ ও ২ ব্লকে স্বাস্থ্য শিবিরে যাবেন তিনি।
বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের দিয়ে হবে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন। দুই ক্যাম্প দুপুরে ঘুরে দেখবেন অভিষেক। কথা বলবেন ক্যাম্পে আসা ব্যক্তিদের সঙ্গে। প্রসঙ্গত, তাঁর নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারে একটি মেগা স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি চালাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ধাঁচেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন। গত ৫ জানুয়ারি থেকে নন্দীগ্রামের দু’টি ব্লকে দুই দূতকে পাঠিয়ে দিয়েছেন অভিষেক।
advertisement
advertisement
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দায়িত্বে রয়েছেন দলের মুখপাত্র ঋজু দত্ত। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের দায়িত্বে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। নন্দীগ্রামেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী জেতেন এই আসনে। যদিও সেই জয় নিয়ে বারবার কটাক্ষ করেছে শাসক দল। যদিও পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ আসনে ভাল ফল করে তৃণমূল।
advertisement
লোকসভায় অবশ্য ভাল ফল হয় বিজেপির।  যে কারণে নন্দীগ্রাম এখনও তৃণমূলের কাছে ‘ক্ষত’ হয়ে আছে। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে চ্যালেঞ্জিং নন্দীগ্রামে জনসংযোগের জন্য বিশেষ কৌশল নিল জোড়া ফুল শিবির। রাজনৈতিক মহলের মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্বে বারবার সমস্যায় পড়তে হয়েছে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে। যেই কারণে ব্লক স্তরেও সাংগঠনিক কাজ দেখাশোনায় গড়ে দেওয়া আছে কোর কমিটি।
advertisement
এবার স্বাস্থ্য শিবিরের মাধ্যমে জনসংযোগ বজায় রেখে নন্দীগ্রামের মানুষের কাছে পৌঁছতে চায় তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এক ডাকে অভিষেক নম্বরে নন্দীগ্রাম থেকে ফোন পেয়েছেন। স্বাস্থ্য শিবির করার জন্য অনেকে আবেদন করেছেন। তাই তারা এটা করার উদ্যোগ নিয়েছেন। যদিও এই কর্মসূচিকে কটাক্ষ করছে বিজেপি শিবির।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Abhishek Banerjee: স্বাস্থ্য শিবির পরিদর্শনে বৃহস্পতিবার নন্দীগ্রামে যাবেন অভিষেক, শহিদ পরিবারের সদস্যদের দিয়ে উদ্বোধনের পরিকল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement