West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও

Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট।
1/5
কলকাতায় দু’দিন ধরে জাঁকিয়ে শীত একটু যেন বিশ্রাম নিচ্ছে! তা বলে দক্ষিণবঙ্গের বাকি জেলায় কনকনে শীতে ভাটা পড়েনি। হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের কয়েক জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (Photo: PTI)
কলকাতায় দু’দিন ধরে জাঁকিয়ে শীত একটু যেন বিশ্রাম নিচ্ছে! তা বলে দক্ষিণবঙ্গের বাকি জেলায় কনকনে শীতে ভাটা পড়েনি। হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের কয়েক জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (Photo: PTI)
advertisement
2/5
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেকটাই কম অনুভূত হচ্ছে। ‌সক্রিয় উত্তুরে হাওয়া। জোরালো উত্তুরে হাওয়ায় আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম কয়েকটা দিনে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেকটাই কম অনুভূত হচ্ছে। ‌সক্রিয় উত্তুরে হাওয়া। জোরালো উত্তুরে হাওয়ায় আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম কয়েকটা দিনে।
advertisement
3/5
সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আরও দু-তিন দিন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আরও দু-তিন দিন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
4/5
কলকাতা পৌষ সংক্রান্তিতে জমিয়ে ঠান্ডা পড়েছে। অবাধ উত্তুরে হাওয়া। আজ, বুধবার পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে রয়েছে পারদ। আরও কিছুটা নামতে পারে পারদ আগামী ২৪ ঘণ্টায়। মাঘ মাসের শুরুর কয়েকটা দিনে কনকনে ঠান্ডার আরও একটা স্পেল থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। শুক্র-শনি এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতা পৌষ সংক্রান্তিতে জমিয়ে ঠান্ডা পড়েছে। অবাধ উত্তুরে হাওয়া। আজ, বুধবার পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে রয়েছে পারদ। আরও কিছুটা নামতে পারে পারদ আগামী ২৪ ঘণ্টায়। মাঘ মাসের শুরুর কয়েকটা দিনে কনকনে ঠান্ডার আরও একটা স্পেল থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। শুক্র-শনি এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/5
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement