West Burdwan News: স্বপ্নাদেশ পেয়ে অকালে শুরু হয়েছিল সিদ্ধিদাতার বন্দনা, সঙ্গে আসেন শিব দুর্গাও

Last Updated:

প্রায় দেড়শ বছর ধরে একই নিয়মে পানাগড়ের দে পরিবারে হয়ে আসছে গনেশ পুজো। প্রতিমাতে রয়েছে বিশেষত্ব। তিন দিন ধরে চলে এই পুজো। মাঘী পূর্ণিমার দিন শুরু হয় পুজো। 

+
West

West Burdwan News

পানাগড়: বাঙালির পুজো পার্বণ এর সংখ্যা নেহাতই কম নয়। তবে তার মাঝেও এমন কিছু পারিবারিক পুজো বা নিয়ম রয়েছে, যা অবাক করে মানুষকে। তারই অন্যতম উদাহরণ পানাগড়ের দে পরিবারের গণেশ পুজো। যখন বাঙালির পুজোর মরশুম সরস্বতীর আরাধনার মাধ্যমে শেষ হয়ে যায়, তখন পানাগড়ের দে পরিবার মেতে উঠেন তাদের প্রাচীন পারিবারিক উৎসবে।
অকালে সিদ্ধিদাতার বন্দনায় মেতে উঠেন সকলে। প্রায় দেড়শ বছর ধরে একই নিয়মে পানাগড়ের দে পরিবারে হয়ে আসছে গনেশ পুজো। প্রতিমাতে রয়েছে বিশেষত্ব। তিন দিন ধরে চলে এই পুজো। মাঘী পূর্ণিমার দিন শুরু হয় পুজো। তারপর তিনদিন ধরে পুজোর পাশাপাশি হয় ভোগ বিতরণ ও নরনারায়ণ সেবা।
স্বাভাবিকভাবে, প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে এই গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। মূলত এটি দে পরিবারের পুজো হলেও, বর্তমানে গোটা এলাকার মানুষ এই পুজোয় অংশগ্রহণ করেন। পরিবারের সদস্যদের কাছে থেকে জানা গিয়েছে, গত ১৫০ বছর আগে শুরু হয় এই পুজো। পুজোর প্রতিষ্ঠা করেন স্বর্গীয় তৈলক্ষনাথ দে।
advertisement
advertisement
তারপর থেকে একই ভাবে পূজিত হয়ে আসছেন পানাগড় বাজারের দে পরিবারের গনেশ। প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই পুজো শুরু হয়। পুজো চলে তিনদিন। পূজোরপাশাপাশি তিনদিন ধরে চলে ভোগ বিতরণও।
advertisement
আরও পড়ুন: Jalpaiguri News: ভরসা সেই বাঁশের সাঁকো! চরম ভোগান্তি গ্রামবাসীদের, কবে হবে সেতু! 
পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বর্গীয় তৈলক্ষনাথ দে গনেশ দেবের স্বপ্ন পেয়ে পুজো শুরু করেন প্রায় ১৫০ বছর আগে। এই পুজোতে গণেশের পাশাপাশি হর পার্বতীর আরাধনা করা হয়। তাছাড়াও জয়া ও বিজয়ারও পুজো করা হয় এখানে। একই কাঠামোয় রয়েছেন সব দেব দেবী। হর পার্বতীর মাথার উপরে বিরাজমান গণেশ। এই পুজোয় ভগবান গনেশের উদ্দেশ্যে, বিভিন্ন ফল ছাড়াও বিশেষ করে লাড্ডু ও মোদক ভোগ দেওয়া হয়।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: স্বপ্নাদেশ পেয়ে অকালে শুরু হয়েছিল সিদ্ধিদাতার বন্দনা, সঙ্গে আসেন শিব দুর্গাও
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement