হোম /খবর /জলপাইগুড়ি /
ভরসা সেই বাঁশের সাঁকো! চরম ভোগান্তি গ্রামবাসীদের, কবে হবে সেতু! 

Jalpaiguri News: ভরসা সেই বাঁশের সাঁকো! চরম ভোগান্তি গ্রামবাসীদের, কবে হবে সেতু! 

X
title=

নিজেদের হাতের তৈরি জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় তাদের

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    জলপাইগুড়ি: একে তো বাঁশের সাঁকো তাও আবার বেহাল দশা।নদীর উপর নেই স্থায়ী সেতু নির্মাণের দাবি উঠেছে বহুবার।কিন্তু হয়নি পাকা সেতু।শুধু একটি নদী নয়, ডগাই ও যমুনা নদীর উপরে তৈরি অস্থায়ী বাঁশের সাঁকোর উপর ভরসা করে প্রতিদিন প্রাণ হাতেনিয়ে যাতায়াত হয় গ্রামের পড়ুয়া থেকে শুরু করে নিত্য যাত্রীদের।নিজেদের হাতের তৈরি জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় তাদের।

    এই ছবি বেরুবাড়ী অঞ্চলের অমরখানা এলাকার।গ্রাম বাসীদের দীর্ঘ কয়েক বছরের ভরসা এই বাঁশের সাঁকো ।নেই পাকা সেতু ফলে জীবনের ঝুকি নিয়ে পারাপার হয় এলাকার বাসিন্দারা। বিশেষ করে রাতে চলাচল করার সময়ে হয় চরম অসুবিধা। কারণ বিদুৎ নেই, চারিদিকে থাকে অন্ধ কার।যখন তখন ঘটে দুর্ঘটনা।

    আরও পড়ুন: বারান্দার জালে হেলান দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করার চরম খেসারত, জলপাইগুড়ি ফিরল নিথর দেহ

    বিশেষ করে বর্ষা এলেই দুশ্চিন্তা বাড়ে এই গ্রামের বাসিন্দাদের।কেউ অসুস্থ হলে ঘুরপথে কয়েক মাইল পথ পেরিয়ে যেতে হয়। গ্রামের শতাধিক বাড়ির যাতায়াতের সুবধার্থে এই এলাকায় যাতে পাকা সেতু নির্মাণ করা হয় দাবি তুলছে গ্রামবাসীরা।গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে বহুবার জানিয়েও কোন লাভ হয়নি। গ্রামবাসী মোহিত বর্মন, প্রশান্ত রায়'দের কথায়, বছরে একবার গ্রাম পঞ্চায়েতর তরফে সাঁকো মেরামত করা হলেও বাকি সময় আমরা সকলে নিজেদের খরচায় সাঁকো তৈরি করে।

    আরও পড়ুন: স্কুলের দরজা খোলা থেকে মিড ডে মিলের দেখভাল, অবসরের পরও রোজ বিনা পারিশ্রমিকে পড়াতে আসেন এই শিক্ষক

    ভোট হয়ে গেলে কেউ আর খোঁজ নেয় না। তাদের অভিযোগ, পাকা সাঁকোর দাবি করলে বলা হয় নিজেদের করে নিতে। জেলা পরিষদ সহ-সভাপতি দুলাল দেবনাথ বলেন তেমন ভাবে নজরে নেই । আপনাদেরকে মধ্যে দিয়ে জানতে পারলাম। পুরো বিষয় সেই গ্ৰাম পঞ্চায়েত আধিকারিক সঙ্গে কথা বলে বিষয় দেখব, যত তাড়াতাড়ি সম্ভব সেতু ব্যবস্থা করব।

    সুরজিৎ দে

    First published:

    Tags: Bamboo, Jalpaiguri, North bengal news