Jalpaiguri News: বারান্দার জালে হেলান দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করার চরম খেসারত, জলপাইগুড়ি ফিরল নিথর দেহ

Last Updated:

Jalpaiguri News: বাইরে পড়াশোনা করতে গিয়ে বাড়ি ফিরল কফিন বন্দী নিথর দেহ, মর্মান্তিক ঘটনা 

+
বাইরে

বাইরে পড়তে গিয়ে মৃত্যু হল ছাত্রের

জলপাইগুড়ি: এক বুক স্বপ্ন নিয়ে রাজস্থানের কোটায় নিট প্রবেশিকার প্রস্তুতির জন্য কোচিং করতে গিয়েছিল জলপাইগুড়ি ধূপগুড়ির ছাত্র ইশানাংশু ভট্টাচার্য। কিন্তু সেই স্বপ্নপূরণ করে বাড়ি ফেরা আর হল না। ছ'তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ওই ছাত্রের।কফিন বন্দী দেহ ফিরল বাড়িতে। ধূপগুড়ির পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ওই পরিবারের। বর্তমানে মাষ্টার কোয়ার্টার পাড়ার বাসিন্দা।
মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, সর্ব ভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে প্রায় ছ 'মাস আগে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে কোটায় গিয়েছিল ইশানাংশু।বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে কোচিং সেন্টারের ব্যালকনির ছ'তলাতে গল্প করছিল সে। এরপর আচমকাই ঘটল অঘটন! জুতো পড়তে গিয়ে ব্যালকনিতে লাগানো জালে হেলান দিতে গিয়ে আচমকাই জাল খুলে ছয়তলা থেকে নীচে পড়ে যায় ইশানাংশু।সেই মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে কোচিং সেন্টারের সিসিটিভি ফুটেজে।কোটার প্রশাসনের তরফে মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে।ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি পরিবারের লোকেরা ছুটে যায় রাজস্থানের কোটায়।
advertisement
advertisement
রবিবার ইশানাংশুর নিথর দেহ নিয়ে পরিবারের লোকেরা বিমানে বাগডোগরা নিয়ে আসে।এরপর সড়ক পথে তার দেহ নিয়ে আসা হয় বাড়িতে।দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন।শেষ বারের মতো ইশানাংশুকে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।
advertisement
ইতিমধ্যেই এই মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ধূপগুড়ি জুড়ে।এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, "খুবই মর্মান্তিক ঘটনা।এই মৃত্যু কখনও মেনে নেওয়া যায় না।মেধাবী ছাত্রের মৃত্যুতে আমরা মর্মাহত,যা ভাষায় প্রকাশ করা যায় না।" এদিকে হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে দাবি করছে পরিবার।
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বারান্দার জালে হেলান দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করার চরম খেসারত, জলপাইগুড়ি ফিরল নিথর দেহ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement