Jalpaiguri News: রাস্তা না রোলার কোস্টার! বেহাল পথ নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

Last Updated:

ভয়ঙ্কর অবস্থা রাস্তার। পাঁচ বছর ধরে সংস্কার হয়নি। চারিদিকে গাড্ডা, খানাখন্দ। যা দেখে আসল রাস্তার কথাই মনে পড়া দুষ্কর। আর তা নিয়েই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

+
title=

জলপাইগুড়ি: ভাঙা রাস্তা সংস্কার না করায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গর্তে‌ ভর্তি গোটা রাস্তা। দীর্ঘদিন সংস্কারের অভাবে একেবারে চলাফেরার অযোগ্য হয়ে গিয়েছে। জলপাইগুড়ি শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের বাহাদুর পঞ্চায়েতের বনিজে হাট থেকে চড়কডাঙি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার এমন‌ই বেহাল দশা। আর তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত পাঁচ বছর ধরে কোনও সংস্কার হয়নি এই রাস্তার। ফলে সেটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। জায়গায়-জায়গায় খানাখন্দ। এদিকে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই প্রায় দুটো স্কুলের পড়ুয়ারা যাতায়াত করে। অভিযোগ, বারংবার পঞ্চায়েত প্রধানকে রাস্তা সরাইয়ের কথা বলা হলেও কোনও সুরাহা হয়নি। এদিকে সামনে ফের একটি ভোট এসে গিয়েছে। ফলে গ্রামের মানুষের ক্ষোভ একেবারে তুঙ্গে উঠেছে।
advertisement
advertisement
পাশেই হাইস্কুল এবং প্রাথমিক বিদ্যালয়। বাধ্য হয়ে এই বিপজ্জনক রাস্তার ওপর দিয়েই প্রায় শতাধিক পড়ুয়া স্কুলে যাতায়াত করে। বহুবার এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে। তাতেও প্রশাসনের কোনও হেলদোল নেই। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, "রাস্তা সরানোর আবেদন আমরা জেলা পরিষদের কাছে করেছি। শীঘ্রই রাস্তা সংস্কার হয়ে যাবে। এটি ছোট রাস্তা নয়, বিরাট আকারের রাস্তা। তাই জেলা পরিষদই এই বিষয়গুলি দেখবে।" পঞ্চায়েতের বিরোধী দলনেতার অভিযোগ, "বহুবার এই রাস্তা নিয়ে আমরা প্রধানকে স্মারকলিপি জমা দিয়েছি । কোনও পদক্ষেপ নেননি। সেই স্মারকলিপি ডাস্টবিনে ফেলে দিয়েছেন।" বিরোধী দলনেতা জানান, এবার রাস্তা সারাই না হলে তাঁরা গ্রামবাসীদের নিয়ে আন্দোলনে নামবেন।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রাস্তা না রোলার কোস্টার! বেহাল পথ নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement