গোলাপ গাছে 'ফুল' ফুটছে না? ১ গাছেই ফুটবে ১০০ গোলাপ! ছোট্ট কাজই দেখাবে ম্যাজিক, নার্সারির 'মালি' বলে দিলেন আসল 'সিক্রেট'
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Rose Flower: গোলাপ গাছ সবুজ হলেও ফুল না এলে সমস্যার কারণ হতে পারে এলা ডাল। কীভাবে এই ডাল চেনা ও কেটে ফেললে গাছ হবে আরও সবল ও ফুলে ভরা, জানুন সহজ উপায়ে
সৌন্দর্য আর সুগন্ধে ফুলের জগতে গোলাপের তুলনা নেই। ঘর সাজানো থেকে শুরু করে উৎসব, উপহার কিংবা আন্তর্জাতিক ফুলবাজার—সব ক্ষেত্রেই গোলাপের চাহিদা বছরের পর বছর অটুট। এই চাহিদার কথা মাথায় রেখে বাণিজ্যিকভাবে যেমন গোলাপ চাষ বাড়ছে, তেমনই বাড়ির ছাদ, বারান্দা ও উঠানেও শখের বসে গোলাপ গাছ লাগাচ্ছেন বহু মানুষ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নার্সারীর উদ্যোক্তা নুরুল ইসলাম জানান, নিয়মিত ছাঁটাই, পর্যাপ্ত রোদ, জল ও সারের সঠিক ব্যবহার করলে গোলাপ গাছ হয়ে উঠবে আরও সবল ও ফুলে ভরা। বিশেষ করে শীতের মরশুমে গোলাপের যত্ন নিলে অল্প সময়েই বাগান ভরে উঠবে রঙিন ফুলে। তাই সুন্দর গোলাপ পেতে এলা ডাল চেনা ও তা সরিয়ে ফেলাই যে প্রথম শর্ত, তা বলাই বাহুল্য।






