West Burdwan News: পণ্যবাহী গাড়িতে এই জিনিসটি নেই? হতে পারে জরিমানা, জেনে নিন সব তথ্য
Last Updated:
West Burdwan News: অভিযানে নজর দেওয়া হয়েছিল রিফ্লেক্টর টেপের দিকে। ট্রাফিক গার্ডের এসিপি জানিয়েছেন, রিফ্লেক্টর টেপ ব্যবহার করার ফলে গাড়িগুলির দৃশ্যমানতা বাড়ে।
আসানসোল: রাজ্যজুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। দুর্ঘটনার সংখ্যা কমাতে বিশেষ এই কর্মসূচি পালন করা হচ্ছে প্রত্যেকটি জেলায়। পথ নিরাপত্তা সপ্তাহে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। রাস্তায় যা ট্রাফিক নিয়ম মেনে চলা হয়, তার জন্য এই পদক্ষেপ।
দুর্ঘটনা এবং প্রাণহানি কমাতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্নভাবে মানুষজনকে সচেতন করা হচ্ছে। তার মধ্যেই পণ্যবাহী গাড়িগুলির মধ্যে দুর্ঘটনার সংখ্যা কমাতে বিশেষ উদ্যোগ দেখা গেল আসানসোলে। কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ডুবরডি চেকপোস্টে বিশেষ অভিযান চালানো হল। পণ্যবাহী গাড়ির চালকদের সচেতন করতে বিশেষ অভিযানে নেমেছিলেন কুলটি ট্রাফিক গার্ডের এসিপি স্বয়ং।
advertisement
মূলত, এ দিনের অভিযানে নজর দেওয়া হয়েছিল রিফ্লেক্টর টেপের দিকে। ট্রাফিক গার্ডের এসিপি জানিয়েছেন, রিফ্লেক্টর টেপ ব্যবহার করার ফলে গাড়িগুলির দৃশ্যমানতা বাড়ে। ৩৬০ ডিগ্রি ভিসিবিলেটর তৈরি হয়। আর এই রিফ্লেক্টর টেপ ব্যবহার না করলে অনেক সময় অন্য চালকরা বুঝতে পারেন না যে, আশপাশে অন্য গাড়ি রয়েছে। তখনই দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
advertisement
advertisement
পণ্যবাহী গাড়িগুলির দুর্ঘটনার যে তথ্য, তা বিশ্লেষণ করলে দেখা যাবে, রাতে এই রিফ্লেক্টর টেপ ব্যবহার না করার ফলে অনেক সময় দুর্ঘটনা হয়েছে। সেই জন্যই যে সমস্ত গাড়িগুলিতে রিফ্লেক্টর টেপ নেই, সেই সমস্ত গাড়িচালকদের সাবধান করা হয়েছে। পাশাপাশি সেই সমস্ত গাড়িগুলির জরিমানাও করা হয়েছে। এমন ১৪টি গাড়িকে জরিমানা করা হয়েছে এই বিশেষ অভিযানে। এসিপি আরও জানিয়েছেন, দুর্ঘটনা কমাতে, গাড়ি চালকদের সচেতন করার পাশাপাশি আরও যা যা পদক্ষেপ প্রয়োজন, সেগুলিও পরবর্তীতে করা হবে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 1:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: পণ্যবাহী গাড়িতে এই জিনিসটি নেই? হতে পারে জরিমানা, জেনে নিন সব তথ্য







