State Budget 2023: আজ রাজ্য বাজেট, নজরে আয়-ব্যয়ের সামঞ্জস্য রক্ষা, কর্মসংস্থান নিয়েও কি 'বড়' ঘোষণা?

Last Updated:

বুধবার দুপুরে বিধানসভা রাজ্য বাজেট পেশ করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কয়েকটি প্রকল্পে বরাদ্দ বাড়াতে চায় রাজ্য।

কলকাতা: একাধিক প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পও চালিয়ে যেতে হবে রাজ্যকে। তার জন্যেও বিপুল আর্থিক দায় রয়েছে রাজ্যের উপরে। এই পরিস্থিতিতে বুধবার রাজ্য বাজেট পেশ করতে চলেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নবান্ন সূত্রের দাবি, এবারে রাজ্য বাজেটকেও "জনমুখী বাজেট" হিসাবে গড়ে তুলেছে রাজ্য সরকার। থাকছে কর্মসংস্থানের প্রতিশ্রুতিও।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে আর্থিক বরাদ্দ এবার বাড়াতে চায় রাজ্য। পাশাপাশি, প্রকল্পগুলির পরিধি আরও প্রসারিত করে রাজ্যবাসীর হাতে নগদের জোগান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাধিক পদক্ষেপ ঘোষণা করা হতে পারে এই বাজেটে।
নবান্ন সূত্রে খবর, একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে গত বছরের তুলনায় ১০% আর্থিক বরাদ্ধ বৃদ্ধি করা হতে পারে। সে ক্ষেত্রে, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জয় বাংলার মতো একাধিক প্রকল্পগুলি বিশেষ করে অগ্রাধিকার পেতে চলেছে এবারের বাজেটে। আর তেমনটা হলে বাড়বে রাজ্যের খরচও। সাধারণ মানুষের উপর কোনও বাড়তি বোঝা না চাপিয়ে রাজস্ব খাতে আয় বাড়ানো এবার আরও চ্যালেঞ্জ নবান্নের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মানিকে ভরসা নয়? তাহলে কে হবে মুখ্যমন্ত্রীর 'মুখ'? এবার কি ত্রিপুরার 'মমতা' খুঁজছে বিজেপি?
সূত্রের খবর, আগামী অর্থবর্ষে জমি বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করতে পারে রাজ্য। পাশাপাশি, রাজ্যের আয় বাড়াতে পরিবহণ ক্ষেত্রে কর কাঠামোতেও কিছু পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। একশ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে একরাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে, এই দিনের বাজেটে বিকল্প কিছু পরিকল্পনার কথা ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শিল্পক্ষেত্রে রাজ্য চায় ইকোনমিক করিডর গড়ে তুলতে।
advertisement
আরও পড়ুন: রাজ্যজুড়ে ফের নামছে পারদ! এখনই যেন তুলে দেবেন না সোয়েটার-টুপি, আগে জেনে নিন ওয়েদার আপডেট
মনে করা হচ্ছে, এই দিনের বাজেটে রাজ্যে আরও অর্থনৈতিক করিডোর গড়ে তোলা নিয়ে বেশ কিছু ঘোষণা থাকতে পারে। এদিনের বাজেটে দুয়ারে সরকার প্রকল্প নিয়েও বেশ কিছু ঘোষণা থাকতে পারে। সম্প্রতি দুয়ারে সরকার প্রকল্পকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার। তাই আগামী বছর আরও বেশি সময়ের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু রাখার প্রসঙ্গটিও এবারের বাজেটে উঠে আসতে পারে। তবে এবারের বাজেটে অন্যতম নজরে থাকবে আয় ও ব্যয়-এর সামঞ্জস্য রক্ষা করার দিকে। অন্যদিকে, বাজেট পেশের পরেই জঙ্গলমহল সফরের জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Budget 2023: আজ রাজ্য বাজেট, নজরে আয়-ব্যয়ের সামঞ্জস্য রক্ষা, কর্মসংস্থান নিয়েও কি 'বড়' ঘোষণা?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement