Weather Update: রাজ্যজুড়ে ফের নামছে পারদ! এখনই যেন তুলে দেবেন না সোয়েটার-টুপি, আগে জেনে নিন ওয়েদার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সকাল ও সন্ধেবেলায় জেলায় জেলায় হালকা শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন। মূলত পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে বাড়বে গরমের অনুভূতি। শনিবারের পর থেকেই রাজ্যজুড়েই হাওয়া বদল।
কলকাতা: আরও কমলো কলকাতার তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ। যদিও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলায় জেলায় শীতের আমেজ বোঝা যাবে বেশ ভাল করেই। কাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনমা। আগামী তিনচার দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দেশজুড়ে শীতের বিদায় পর্ব।
বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ উধাও হবে। সকাল ও সন্ধেবেলায় জেলায় জেলায় হালকা শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন। মূলত পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে বাড়বে গরমের অনুভূতি। শনিবারের পর থেকেই রাজ্যজুড়েই হাওয়া বদল।
আরও পড়ুন: IMD-র বিরাট সতর্কবার্তা! টানা পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এই শহরগুলিতে! আবহাওয়ার লেটেস্ট আপডেট
শনিবার থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঊর্ধ্বমুখী হবে পারদ। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনভর উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস। জেলা থেকে উধাও হবে শীতের আমেজ।
advertisement
advertisement
শনিবারের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা আর নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: মানিকে ভরসা নয়? তাহলে কে হবে মুখ্যমন্ত্রীর 'মুখ'? এবার কি ত্রিপুরার 'মমতা' খুঁজছে বিজেপি?
বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি কম তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২২ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এখনও রয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ত্রিপুরা ও তার সংলগ্ন এলাকায়।
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর গিলগিট বালিস্থান লাদাখ ও মুজাফফরাবাদ এলাকায়। হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা বৃহস্পতিবার এর মধ্যে পড়ছে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশও।
advertisement
তবে আগামী ২-৪ দিনের মধ্যেই দেশজুড়ে তাপমাত্রার বড় পরিবর্তন হবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। সারাদেশেই এবার ঊর্ধ্বমুখী হবে পারদ। পূর্ব ভারতে আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি থাকলেও, বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। পরবর্তী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
মধ্য ভারতে ও পশ্চিম ভারতে তাপমাত্রা একই থাকবে আগামী কয়েকদিন। আগামী চারদিনে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পরে বলে অনুমান।
advertisement
একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে দেশে। মূলত কন গোয়া ও কর্ণাটক উপকূলে আগামী দু-একদিনের মধ্যে ৩৫ থেকে ৩৮ ডি সেলসিয়াসে পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। শনি-রবিবারের মধ্যে পূর্ব ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে উঠবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 15, 2023 10:09 AM IST









