নিজের এনামুরেশন ফর্মেই ভুল করেছেন লক্ষ্মীরতন শুক্লা! তাই ডাকা হয় শুনানি প্রক্রিয়াতে! সাফ জানাল নির্বাচন কমিশন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
একইসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, লক্ষ্মীরতন শুক্লা তার এনামুরেশন ফর্মে বিধানসভার নম্বর, পার্ট নম্বর এগুলো উল্লেখ করেননি। সেই কারণেই তাকে শুনানি প্রক্রিয়া ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ এনামুরেশন ফর্ম পূরণ করতেই তিনি ভুল করেছেন। নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও তিনি সেই বিষয়গুলি উল্লেখ করেননি। জানাল নির্বাচন কমিশন।
কলকাতা: মহম্মদ শামির পরে লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর নোটিস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে শুনানির জন্য ডাকা হয়েছে। কেন ডাকা হল? জানা গিয়েছে, ১৯৯৫ সালের পর লক্ষ্মীরতন শুক্লার বাবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। সেই কারণেই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার লক্ষ্মীরতন শুক্লা। এর আগে মহম্মদ শামিকেও ডেকে পাঠানো হয়েছিল। অভিনেতা দেবকেও তলব করা হয়েছিল এসআইআর শুনানিতে।
একইসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, লক্ষ্মীরতন শুক্লা তার এনামুরেশন ফর্মে বিধানসভার নম্বর, পার্ট নম্বর এগুলো উল্লেখ করেননি। সেই কারণেই তাকে শুনানি প্রক্রিয়া ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ এনামুরেশন ফর্ম পূরণ করতেই তিনি ভুল করেছেন। নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও তিনি সেই বিষয়গুলি উল্লেখ করেননি। জানাল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি খেলতে সদ্যই তিনি দলবল নিয়ে রাজকোটে ছিলেন। সেই টুর্নামেন্টে যদিও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলা। তবে টুর্নামেন্ট চলাকালীন, হইচই শুরু হয়েছিল, বাংলার পেসার মহম্মদ শামিকে SIR শুনানির জন্য় ডাকায়। শামি বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। তিনিও জানিয়েছিলেন, ক্রিকেট ম্যাচের জন্য বাইরে রয়েছেন। SIR শুনানিতে পরে যাবেন।
advertisement
advertisement
লক্ষ্মীরতন শুক্ল শুধু বাংলা দলের প্রাক্তন অধিনায়কই নন কিম্বা বাংলা থেকে ভারতীয় দলে খেলা ক্রিকেটারই নন, তাঁর রাজনৈতিক পরিচয় ও রয়েছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে, বিধানসভা নির্বাচনে জিতে তিনি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন। পরে অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাজনীতি থেকে সরে আসেন।
এর আগে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল বিশিষ্ট কবি জয় গোস্বামী এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর পরিবারকেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2026 10:17 PM IST








