Durgapur News: পালাতে গিয়ে ব্যর্থ! শেষমেশ আসামিকে চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ
Last Updated:
Durgapur News: সেই হেফাজত শেষ হওয়ার পর ফের তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তখনই আদালত চত্বর থেকে পালানোর চেষ্টা করে ওই আসামী।
দুর্গাপুর: আদালত চত্বরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করল এক আসামি। যদিও পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। আদালত চত্বরেই অভিযুক্ত আসামিকে পাকড়াও করেন পুলিশ কর্মীরা। তার পর কার্যত তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয় আদালতে। সেখানে নিয়ে যাওয়ার পথেই অভিযুক্ত আসামি রাজা শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে পুলিশ তাকে সেখানেই ধরে ফেলে এবং আদালতে নিয়ে যায়।
জানা গিয়েছে, অভিযুক্তকে গত সপ্তাহে দুর্গাপুরের আই কিউ সিটি রোড থেকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। অভিযুক্ত রাজা শেখ দুর্গাপুরের মামরা বাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গত সপ্তাহের শনিবার তাকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছিল। এরপর তাকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। সেখানে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।
advertisement
সেই হেফাজত শেষ হওয়ার পর ফের তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তখনই আদালত চত্বর থেকে পালানোর চেষ্টা করে ওই আসামি। রাজা শেখকে ধাওয়া করে পুলিশ কর্মীরা। এর পর আদালত চত্বরে তাকে পাকড়াও করে পুলিশ কর্মীরা চ্যাংদোলা করে আদালতে নিয়ে যান।
advertisement
advertisement
আদালত চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হঠাৎ করে কী ভাবে অভিযুক্ত আসামী পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের আধিকারিকরা মনে করছেন, আগে থেকেই অভিযুক্ত পালানোর পরিকল্পনা সাজিয়েছিল। তবে পুলিশের চেষ্টায় অভিযুক্ত আসামি রাজা শেখের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 12:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: পালাতে গিয়ে ব্যর্থ! শেষমেশ আসামিকে চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ







