Scam || West Bengal Job: নিয়োগ কেলেঙ্কারিতে নাম? 'গলা আমার নয়...' ভাইরাল 'অডিও ক্লিপ নিয়ে আদালতে সাফাই রাজ্যের 'এই' বিধায়কের!
- Published by:Sanjukta Sarkar
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Scam || West Bengal Job: তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা করে তরুণজ্যোতির অভিযোগ, প্রাথমিক নিয়োগ শুধু নয় আরও অনেক সরকারি চাকরিতে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন তাপস সাহা।
কলকাতা : তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে কোনও অসুবিধা নেই। মঙ্গলবার অবস্থান স্পষ্ট করে আদালতে জানাল সিবিআই। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আগামী বৃহস্পতিবার শুনানি এই মামলার। ওই দিনই নিয়োগ দুর্নীতির অভিযোগে কী পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়েছে তা জানাবে রাজ্য।
বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬.৫ কোটি টাকা নিয়েছেন বিধায়ক তাপস সাহা। এমন অভিযোগই আনেন মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর অভিযোগ, "দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে তিনজনকে গ্রেফতার করলেও, সময় মত চার্জশিট পেশ না করায় জামিন পেয়ে যান তারা।" নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে সিবিআই। ফলে একই ধরনের অভিযোগে একই তদন্তকারী সংস্থা তদন্ত করবে কিনা সেটা খতিয়ে দেখবে আদালত।" এদিন এজলাসে এমনই মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
advertisement
আরও পড়ুন: সাবধান! তুমুল বিস্ফোরণে বোমার মতো ফাটবে সিলিং ফ্যান! আপনিও এই বিপজ্জনক ভুলটি করেছেন না তো?
advertisement
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য তোলপাড়। গত এক বছর ধরে একের পর এক দুর্নীতি অভিযোগে জড়াচ্ছে নেতা-মন্ত্রী-প্রভাবশালীদের নাম। গ্রেফতারও হয়েছে বহু। এবার আবারও এক বিধায়কের নাম জুড়ে গেল নিয়োগ দুর্নীতি কাণ্ডে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর এবার তাপস সাহা। মানিক ভট্টাচার্যের জেলা নদিয়া। সোমবার সেই নদিয়ার বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি'র মুখপাত্র এবং যু্ব নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
advertisement
তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা করে তরুণজ্যোতির অভিযোগ, প্রাথমিক নিয়োগ শুধু নয় আরও অনেক সরকারি চাকরিতে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন তাপস সাহা। সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই অডিও টেপ প্রকাশ্যে এনে তরুণজ্যোতি দাবি করেন যে, অর্থের বিনিময়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তাপস সাহা। ঠিক কি আছে ওই অডিও ক্লিপে?
advertisement
তরুণজ্যোতি তিওয়ারি জানান, "২০২০ সালের অডিও ক্লিপ। সেখানে মিডলম্যানদের উদ্দেশ্যে চাকরি সুনিশ্চিতকরণের বার্তা দেওয়া হয়েছে।" মঙ্গলবার এজলাসে আসেন মামলায় অভিযুক্ত বিধায়ক তাপস সাহা। তাপস সাহা জানান,"ভাইরাল অডিও ক্লিপে ওটা আমার গলা নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ কোটি টাকা নিয়োগ দুর্নীতির অভিযোগ মিথ্যা। রাজ্যের দুর্নীতি দমন শাখার তদন্তে আস্থা আছে। সিবিআই তদন্তে কেন মুখোমুখি হব? হাইকোর্টের ওপর ভরসা, আস্থা আছে আমার।" তাপস সাহার আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, একটি তদন্ত চলছে, সেখানে তদন্তে সহযোগিতা করেছি। মৌখিক অভিযোগের ওপর হাইকোর্টে মামলা করা হয়েছে। আমাদের যুক্তি তুলে ধরব বৃহস্পতিবার।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 2:43 PM IST