Scam || West Bengal Job: নিয়োগ কেলেঙ্কারিতে নাম? 'গলা আমার নয়...' ভাইরাল 'অডিও ক্লিপ নিয়ে আদালতে সাফাই রাজ্যের 'এই' বিধায়কের!

Last Updated:

Scam || West Bengal Job: তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা করে তরুণজ্যোতির অভিযোগ, প্রাথমিক নিয়োগ শুধু নয় আরও অনেক সরকারি চাকরিতে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন তাপস সাহা। 

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
কলকাতা : তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে কোনও অসুবিধা নেই।  মঙ্গলবার অবস্থান স্পষ্ট করে আদালতে জানাল সিবিআই। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আগামী বৃহস্পতিবার শুনানি এই মামলার। ওই দিনই  নিয়োগ দুর্নীতির অভিযোগে কী পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়েছে তা জানাবে রাজ্য।
বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬.৫ কোটি টাকা নিয়েছেন বিধায়ক তাপস সাহা।  এমন অভিযোগই আনেন মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর অভিযোগ, "দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে তিনজনকে গ্রেফতার করলেও, সময় মত চার্জশিট পেশ না করায় জামিন পেয়ে যান তারা।" নিয়োগ দুর্নীতির মামলায়  তদন্ত করছে সিবিআই। ফলে একই ধরনের অভিযোগে একই তদন্তকারী সংস্থা তদন্ত করবে কিনা সেটা খতিয়ে দেখবে আদালত।" এদিন এজলাসে এমনই মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
advertisement
advertisement
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য তোলপাড়। গত এক বছর ধরে একের পর এক দুর্নীতি অভিযোগে জড়াচ্ছে নেতা-মন্ত্রী-প্রভাবশালীদের নাম। গ্রেফতারও হয়েছে বহু। এবার আবারও এক বিধায়কের নাম জুড়ে গেল নিয়োগ দুর্নীতি কাণ্ডে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর এবার তাপস সাহা। মানিক ভট্টাচার্যের জেলা নদিয়া।  সোমবার সেই নদিয়ার বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি'র মুখপাত্র এবং যু্ব নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
advertisement
তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা করে তরুণজ্যোতির অভিযোগ, প্রাথমিক নিয়োগ শুধু নয় আরও অনেক সরকারি চাকরিতে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন তাপস সাহা। সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই অডিও টেপ প্রকাশ্যে এনে  তরুণজ্যোতি দাবি করেন যে, অর্থের বিনিময়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তাপস সাহা। ঠিক কি আছে ওই অডিও ক্লিপে?
advertisement
তরুণজ্যোতি তিওয়ারি  জানান, "২০২০ সালের অডিও ক্লিপ। সেখানে মিডলম্যানদের উদ্দেশ্যে চাকরি সুনিশ্চিতকরণের বার্তা দেওয়া হয়েছে।" মঙ্গলবার এজলাসে আসেন মামলায় অভিযুক্ত বিধায়ক তাপস সাহা। তাপস সাহা জানান,"ভাইরাল অডিও ক্লিপে ওটা আমার গলা নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ কোটি টাকা নিয়োগ দুর্নীতির অভিযোগ মিথ্যা। রাজ্যের দুর্নীতি দমন শাখার তদন্তে আস্থা আছে। সিবিআই তদন্তে কেন মুখোমুখি হব?  হাইকোর্টের ওপর ভরসা, আস্থা আছে আমার।" তাপস সাহার আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, একটি তদন্ত চলছে, সেখানে তদন্তে সহযোগিতা করেছি। মৌখিক অভিযোগের ওপর হাইকোর্টে মামলা করা হয়েছে।  আমাদের যুক্তি তুলে ধরব বৃহস্পতিবার।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam || West Bengal Job: নিয়োগ কেলেঙ্কারিতে নাম? 'গলা আমার নয়...' ভাইরাল 'অডিও ক্লিপ নিয়ে আদালতে সাফাই রাজ্যের 'এই' বিধায়কের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement