Royal Bengal Tiger: ব্যাগের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার...! দেখেই চক্ষু চড়কগাছ! আঁতকে উঠলেন কাস্টমস অফিসাররা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Royal Bengal Tiger: শুল্ক দফতরের গোয়েন্দাদের চোখে ফাঁস হল বড় চক্র। আনুমানিক প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকার বাঘের ছাল ও দুটি কালো সিং উদ্ধার করল কাস্টমস দফতর।
কলকাতা: এবার শুল্ক দফতরের গোয়েন্দাদের চোখে ফাঁস হল বড় চক্র। আনুমানিক প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকার বাঘের ছাল ও দুটি কালো সিং উদ্ধার করল কাস্টমস দফতর। ব্যাগের মধ্যে রয়াল বেঙ্গল টাইগার? বাঘের ছাল দেখে চোখ কপালে উঠল কাস্টমস কর্তাদের।
এদিন কাস্টমস আধিকারিকরা ইন্দো বাংলা দেশে বর্ডার এলাকায় এক ব্যক্তিকে একটি ভারী ব্যাগ নিয়ে আসতে দেখেন। বর্ডারের দিক থেকে গ্রামে ঢুকতে দেখা যায়। হাতে বিশালাকার ব্যাগ। কাস্টমস আধিকারিকদের সন্দেহ হতেই এগিয়ে যেতেই ব্যাগ ফেলে ঝোপে চম্পট দেয় ওই ব্যক্তি। এর পর ব্যাগ খুলতে প্রায় এক কোটি ২৬ লক্ষ টাকার রয়াল বেঙ্গল টাইগারের ছাল বাজেয়াপ্ত করল কাস্টমস।
advertisement
আরও পড়ুন: মেদ গলবে ম্যাজিকে! মুখও হবে ঝলমলে, চকচকে! এই 'একটিমাত্র' Magic Drink খান প্রতিদিন সকালে...
advertisement

ইন্দো বাংলাদেশ বর্ডার এলাকা ভাটগাছি এলাকা থেকে বাঘের মূল্যবান ছাল কাস্টমসের হাতে বাজেয়াপ্ত হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল, দাঁত, নখ উদ্ধার। হরিণের দুটি সিং (buck antlers) ও উদ্ধার করে কাস্টমস।
advertisement

কাস্টমস সূত্রে খবর, ওই ছাল ও সিং কোথা থেকে পেলেন ওই ব্যক্তি? কোথায় পাচারের উদ্দেশ্য ছিল? কোটি টাকা মূল্যবান বাঘের ছাল নিয়ে কেন যাচ্ছিলেন, কার কাছে পৌঁছানোর উদ্দেশ্য ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত ও জেরা শুরু করেছে কাস্টমস।
আরও পড়ুন: সাবধান! তুমুল বিস্ফোরণে বোমার মতো ফাটবে সিলিং ফ্যান! আপনিও এই বিপজ্জনক ভুলটি করেছেন না তো?
advertisement
তবে গোয়েন্দারা মনে করছে এর পিছনে বড় সড় চক্র রয়েছে। এই চক্র কত দিন ধরে এমন রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করছে তা জানার চেষ্টা করছে কাস্টমস।
অর্পিতা হাজরা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 1:42 PM IST