Top 5 electric two-wheeler available in India: তেলের দাম আকাশ ছোঁয়া, এমন সময় আপনার জন্য রইল ভারতের সেরা ৫টি ইলেকট্রিক স্কুটারের তালিকা

Last Updated:

আগামী এক দশকে নানা এলাকায় পাবলিক চার্জিংয়ের ব্যবস্থা করতে চলেছে দেশ। এমন পরিস্থিতিতে এক নজরে দেখে নিন ৫টি সেরা ইলেকট্রিক স্কুটার।

Top 5 electric two-wheeler available in India: শুধু কি পকেটে সাশ্রয়! তার বাইরে এই পরিবেশেরও খানিকটা সুরক্ষা। ইলেক্ট্রিক গাড়ি এমনই এক বিষয়। ভারতে ক্রমাগত বেড়ে চলেছে তেলের দাম। তাই অনেকেই ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন। আর তারই ফলে ভারতের বাজারে আসছে একের পর এক বিভিন্ন সংস্থার ইলেকট্রিক স্কুটার। ভারত সরকারও নাগরিকদের ই-স্কুটারের দিকে আকৃষ্ট করতে চাইছে। ইতিমধ্যেই ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা হয়েছে। আগামী এক দশকে নানা এলাকায় পাবলিক চার্জিংয়ের ব্যবস্থা করতে চলেছে দেশ। এমন পরিস্থিতিতে এক নজরে দেখে নিন ৫টি সেরা ইলেকট্রিক স্কুটার।
TVS iQube
TVS বাজারে এনেছে তাদের ই-স্কুটার iQube। এই ইলেকট্রিক স্কুটারটির দাম শুরু হচ্ছে ১,০০,৭৭৭ টাকা (অন-রোড, নয়া দিল্লি) থেকে। এর সঙ্গে ৫০০০ টাকা দিয়ে বুকিং। একটি অতিরিক্ত TVS SmartXHome Home চার্জিং ইউনিট আলাদা ভাবে কেনা যাবে, যার দাম পড়বে ১১,২৩৮ টাকা। TVS iQube-তে একটি ৪.৪ kW মোটর ও একটি ২.২৫ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে৷ iQube -এর সর্বোচ্চ গতি প্রায় ৭৮ kmph (কিলোমিটার প্রতি ঘণ্টা) এবং এটির রেঞ্জ প্রায় ৭৫ কিলোমিটার। স্ট্যান্ডার্ড ৫A চার্জার দিয়ে প্রায় ৪-৫ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ করা যেতে পারে। স্কুটারটিতে রয়েছে ইকোনমি এবং পাওয়ার— এই দু’টি রাইডিং মোড। তবে রঙের বাছাই সম্ভব নয়, কারণ এটি শুধুমাত্র সাদা রঙেই পাওয়া যায়।
advertisement
advertisement
Simple One
সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারটি ভারতে লঞ্চ হয়েছিল গত আগস্ট মাসে। তখন তার দাম ছিল ১ লক্ষ ১০ হাজার টাকা। এতে রয়েছে ৪.৮kWh পোর্টেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা প্রায় ২৩৬ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটারটির চারটি রাইডিং মোড রয়েছে ইকো, রাইড, ড্যাশ এবং সোনিক। সংস্থার দাবি, ইকো মোডে স্কুটারটি প্রায় ২০৩ কিলোমিটার পাড়ি দিতে পারবে। ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে তাদের ই-স্কুটার, এমনই দাবি সিম্পলের। একটি সাধারণ হোম চার্জার থেকে ২.৭৫ ঘণ্টার মধ্যে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে পারে বলেও তাদের দাবি। সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের ৪.৫kW মোটর পাওয়া যায় ৭২Nm-এর টর্কের সঙ্গে।
advertisement
Okaya Faast
ওকায়া ফাস্ট ই-স্কুটারটির দাম ৮৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) এবং প্রতি চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে। ওকায়া ফাস্টে ডিস্ক এবং ড্রাম ব্রেকগুলির সংমিশ্রণ রয়েছে এবং এটি একটি ডুয়াল-টোন পেইন্ট স্কিমে পাওয়া যায়— লাল, সবুজ, ধূসর এবং সাদা রঙে। ১২০০ ওয়াট মোটরের সাহায্যে বাইকটিকে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এটিতে একটি ই-ব্রেক মোড রয়েছে এবং এটি ১২ ইঞ্চি টিউবলেস টায়ারে চলে।
advertisement
Ola S1
ভারতের এক একটি বাজারে এক এক রকম দামে বিক্রি হয় এই স্কুটার। যেমন দিল্লিতে Ola S1-এর দাম ৮৫,০৯৯ টাকা। কিন্তু গুজরাতে তা ৭৯,৯৯৯ টাকায় বিক্রি হয়। এটি এ দেশে Ola S1-এর সবচেয়ে কম দাম। সাদা, হলুদ, নীল, কালো এবং লাল রঙে পাওয়া যায়। এর বৈদ্যুতিক মোটরের সর্বোচ্চ কার্যক্ষমতা ৮.৫ কিলোওয়াট এবং সর্বোচ্চ ৫৮ Nm টর্ক রয়েছে। S1 মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টার বেগ তুলে ফেলতে পারে। এতে রয়েছে ২.৯৮ kWh ব্যাটারি। Ola S1-এর দু’টি রাইডিং মোড রয়েছে - নর্মাল এবং স্পোর্টস।
advertisement
Bounce Infinity E1
Bounce Infinity E1 হল বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ ‘বাউন্স’-এর প্রথম বৈদ্যুতিক স্কুটার। এটি ভারতের প্রথম ই-স্কুটার যাতে ব্যাটারির চার্জ করা একান্ত প্রয়োজনীয় নয়, ফলে চার্জ করার প্রয়োজন হয় না। এতে রয়েছে 'battery as a service'-এর অপশন। কোনও গ্রাহক তার ব্যাটারিটি খুলে অন্য ব্যাটারি লাগিয়ে নিতে পারেন নির্দিষ্ট দোকানে গিয়ে। সে ক্ষেত্রে ন্যূনতম ৩৫ টাকা খরচ করতে হবে। এই ই-স্কুটারটির দাম ৪৫,০৯৯ টাকা (দিল্লির এক্স-শোরুম)। এর বাইরে ডিলারশিপ নেটওয়ার্ক এবং এর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মার্চ 2022 থেকে ডেলিভারি করা হচ্ছে। তবে কেউ চাইলে ব্যাটারি এবং চার্জার-সহ ই-স্কুটার কিনতে পারেন, সে ক্ষেত্রে ব্যাটারি বদলানোর দরকার হবে না। এ জন্য অবশ্য ই স্কুটারটির দাম পড়বে ৬৮,৯৯৯ টাকা (দিল্লি এক্স-শোরুম)।
advertisement
বাউন্স ইনফিনিটি E1-তে থাকছে তিন বছর বা ৪০০০০ কিলোমিটারের ওয়ারেন্টি। এটির সর্বোচ্চ গতি ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রয়েছে ২KWhr ব্যাটারি যা IP67 রেট ওয়াটারপ্রুফ। ই-স্কুটারটি ১২ ইঞ্চি টিউবলেস টায়ারে চলে। কালো, ধূসর, লাল, সাদা এবং রুপোলি রঙে পাওয়া যায়। ক্রেতারা নিজেদের পছন্দ মতো রঙ বা ডিজাইন করিয়ে নিতে পারেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Top 5 electric two-wheeler available in India: তেলের দাম আকাশ ছোঁয়া, এমন সময় আপনার জন্য রইল ভারতের সেরা ৫টি ইলেকট্রিক স্কুটারের তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement