mParivahan অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। এবার আপনার ফোন নম্বর দিয়ে সাইন আপ করুন।একটি OTP আসবে। OTP টি ঠিক জায়গায় দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন কম্পলিট করুন। এরপর DL (ড্রাইভিং লাইসেন্স) এবং RC (রেজিস্ট্রেশন সার্টিফিকেট) দুটি অপশন দেখতে পাবেন। DL অপশনে নির্দিষ্ট বক্সে আপনার DL নম্বরটি লিখুন। ভার্চুয়াল DL জেনারেট করার জন্য 'Add To My Dashboard' অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট বক্সে আপনার জন্মতারিখ লিখুন। ব্যস আপনার কাজ শেষ। এবার রাস্তাঘাটে যখন সমস্যায় পড়বেন দেখিয়ে দিন ফোনের এই লাইসেন্স। ট্রাফিক পুলিশ আপনার লাইসেন্স দেখতে চাইলে শুধুমাত্র mParivahan অ্যাপটি খুলে ড্রাইভিং লাইসেন্স দেখালেই চলবে। photo source collected