কবে লঞ্চ হবে Nothing Phone 3? ফাঁস হয়ে গেল দিনক্ষণ, ফিচার ও দাম কত হতে পারে জেনে নিন

Last Updated:

Nothing-এর CEO কার্ল পেই-ও ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে Nothing Phone 3 লঞ্চের সম্ভাবনা রয়েছে। এতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স চালিত একাধিক ফিচার থাকতে পারে।

News18
News18
কয়েকদিন আগেই Nothing Phone 3a সিরিজ সামনে এসেছে। এবার ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 লঞ্চের তোড়জোড় শুরু করল Nothing। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা হয়নি। অনুমান করা হচ্ছে, আগামী দু-তিন মাসের মধ্যেই Nothing Phone 3 লঞ্চ হতে পারে।
Nothing-এর CEO কার্ল পেই-ও ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে Nothing Phone 3 লঞ্চের সম্ভাবনা রয়েছে। এতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স চালিত একাধিক ফিচার থাকতে পারে। যা আগের মডেলগুলোর তুলনায় একেবারে আলাদা হবে।
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর টিপস্টার অভিষেক যাদবের মতে, Nothing Phone 3, ২০২৫ সালের জুলাই মাসে লঞ্চ হতে পারে। এই সময়ই ব্র্যান্ড তাদের ফোন লঞ্চ করে। এবারেও হয়ত তার অন্যথা হবে না। Nothing Phone 1 ও Phone 2 যথাক্রমে ২০২২ ও ২০২৩ সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল।
advertisement
তবে লঞ্চের সময়কাল ছাড়া টিপস্টার নতুন মডেলের অন্যান্য ফিচার বা স্পেসিফিকেশন সম্পর্কে মুখ খোলেননি। তবে ইতিমধ্যেই বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। সব মিলিয়ে Nothing Phone 3-কে নিয়ে গুঞ্জন একেবারে তুঙ্গে। অনেকেই মনে করছেন, ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে প্রতিযোগিতায় বড় চমক নিয়ে আসতে চলেছে Nothing Phone 3।
advertisement
Nothing Phone 3-এ 6.77 ইঞ্চির 1.5K AMOLED LTPO ডিসপ্লে থাকতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও ডিসপ্লে হাই ব্রাইটনেস মোডে 1600 নিট ব্রাইটনেস এবং সর্বোচ্চ 3000 নিট পিক ব্রাইটনেস অফার করতে পারে। অর্থাৎ চড়া রোদের মধ্যেও ভিজিবিলিটি থাকবে, ফোন ব্যবহারে কোনও সমস্যা হবে না।
ক্যামেরা সেটআপের কথা বললে, Nothing Phone 3-এ 50MP ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে থাকবে মেইন সেন্সর, আল্ট্রা-ওয়াইড লেন্স, 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফির জন্য, ফোনের সামনে 50MP ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
Nothing Phone 3-এ 5300mAh ব্যাটারি থাকতে পারে, যা 50W ফাস্ট চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারেও বেশ কিছু আপডেট থাকছে। ফোনের Android 15 ভিত্তিক Nothing OS 3.5-তে চলবে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
ভারতের বাজারে Nothing Phone 3-এর দাম শুরু হতে পারে ৪৫,০০০ টাকা থেকে। Nothing Phone 2-এর দামও এর আশেপাশেই ছিল। ফলে দামের দিক থেকে খুব একটা হেরফের হবে না। এখন কবে লঞ্চ হয় সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কবে লঞ্চ হবে Nothing Phone 3? ফাঁস হয়ে গেল দিনক্ষণ, ফিচার ও দাম কত হতে পারে জেনে নিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement