KKR News: 'কেকেআরের উচিত ইডেন ছেড়ে দেওয়া'! আইপিএলের মাঝেই বোমা ফাটালেন তারকা ক্রিকেটার

Last Updated:

Kolkata Knight Riders: কেকেআরের পছন্দ সই পিচ না বানালে নাইটদের ইডেন গার্ডেন্স ছাড়ার পরামর্শ দিলেন সাইমন ডুল। সমালোচনা করেছেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়েরও।

News18
News18
আইপিএলে কম-বেশি প্রতিটি দলই হোম গ্রাউন্ডে নিজেদের পছন্দ মত পিচ বানিয়ে থাকে। চিপককে তো চেন্নাই সুপার কিংসের গঢ় বলা হয়ে থাকেষ কিন্তু ইডেন গার্ডেন্সের পিচ প্রস্তুতকারক কেকেআর অধিনায়কের অজিঙ্কে রাহানের দাবি মানতে নারাজ। এর আবার কেকেআরের পছন্দ সই পিচ না বানালে নাইটদের ইডেন গার্ডেন্স ছাড়ার পরামর্শ দিলেন সাইমন ডুল। সমালোচনা করেছেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়েরও।
আরসিবি ম্যাচ হারের পর ইডেনে স্পিন সহায়ক পিচের দাবি জানিয়েছিলেন অজিঙ্কে রাহানে। কেকেআরের প্রধান শক্তি তাদের স্পিন অ্যাটাক, সেই কারণেই ঘরের মাঠে সেই সুবিধা চেয়েছিলেন রাহানে। কিন্তু সুজন মুখোপাধ্যায় স্পষ্ট সেই দাবি নাকচ করে দেন। তিনি যত দিন দায়িত্বে আছেন কারও দাবি মেনে পিচ বানাবেন না বলে জানিয়ে দেন। ২০০-রানের বেশি স্কোর হয় তেমনই পিচ বানাবেন বলে জানিয়েছেন সুজন মুখোপাধ্যায়।
advertisement
এই বিষয়ে বেজায় চটেছেন ধারাভাষ্যকার তথা ক্রিকেট বিশেষজ্ঞ সাইমন ডুল। কেকেআরের প্রধান শক্তি স্পিন। কিন্তু ঘরের মাঠে কেন কেকেআর সেই সুবিধা পাবে না তা নিয়ে সরব হয়েছেন তিনি। সাইমন ডুল বলেছেন,”কেকেআরের দাবি যদি পিচ প্রস্তুতকারক না মানে তাহলে ইডেন থেকে কেন্দ্র সরিয়ে ফেলা উচিত কলকাতা নাইট রাইডার্সের। পিচ প্রস্তুতকার দলের চাহিদা মত কাজ করা উচিত। সেই জন্য তাকে টাকা দেওয়া হয়। নিজের মতামত দেওয়ার জন্য নয়।”
advertisement
advertisement
সাইমন ডুলের সুরে সুর মিলিয়েছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও। তিনি বলেছেন,”আমার মনে হয়, আইপিএলে প্রতিটা দল ঘরের মাঠের সুবিধা নেয়। এটা তাদের পরিকল্পনার অঙ্গ। কিন্তু কেকেআর সেটা পাচ্ছে না। আমি ১২০ রানও নয়, ২৪০ রানও নয়, এমন একটি পিচ চাইছি যেখানো বোলাররা ম্যাচ জেতাতে পারে। আর এতে কোনও অন্যায় দাবি নেই বলেই আমি মনে করি।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: 'কেকেআরের উচিত ইডেন ছেড়ে দেওয়া'! আইপিএলের মাঝেই বোমা ফাটালেন তারকা ক্রিকেটার
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement