Winter In South Bengal : একধাক্কায় তরতরিয়ে নামছে তাপমাত্রা, দক্ষিণের নানা জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস, রইল ওয়েদার আপডেট

Last Updated:

Winter Weather Alert: রেকর্ড শীত পড়তে চলেছে দক্ষিণের জেলাগুলিতে, শৈতপ্রবাহের সম্ভাবনা এই জেলাগুলিতে!

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল শীতের দেখা। হালকা কুয়াশায় ঢেকেছে ভোরের রাস্তা। সকাল থেকে ঝলমলে রোদ উঠলেও সন্ধে নামতেই পশ্চিমী হাওয়ার দাপট বাড়ছে জেলা পুরুলিয়ায়। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে  ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে  পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে পা মিলিয়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ধীরে, ধীরে তাপমাত্রার পারদ আরও কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে শীতের প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে। বাড়বে কুয়াশার দাপট। তবে চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের লক্ষ্য করা যাবে না।  শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণের জেলা জুড়ে।
advertisement
advertisement
অন্যদিকে উত্তরবঙ্গ মুড়েছে ঘন কুয়াশার চাদরে। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে জাঁকিয়ে শীতের আমেজ রয়েছে। আবহাওয়া শুষ্ক থাকবে। নেই বৃষ্টির সম্ভাবনা। জাঁকিয়ে শীতের অনুভূতি হচ্ছে উত্তরের জেলা গুলিতে।‌আপাতত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলবে না।
advertisement
তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ চলছে।  দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু‌ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে দেখা যাবে। শীতের প্রভাব পরছে দক্ষিণের সর্বত্র।
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter In South Bengal : একধাক্কায় তরতরিয়ে নামছে তাপমাত্রা, দক্ষিণের নানা জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস, রইল ওয়েদার আপডেট
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement