IND vs SA: কেরিয়ার কি বাঁচল Pujara ও Rahane-র! অর্ধশতরান করে আউট দুই ক্রিকেটার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দুই টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)৷ পূজারা ও রাহানে দুইজনেই অর্ধশতরান করে ফেললেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে৷
#জোহনেসবার্গ: এর আগে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) পূজারা ও রাহানেকে নিয়ে বড় বিবৃতি দিয়েছিলেন৷ দুই টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) হয়েই সওয়াল করেন গাভাসকর৷ তবে নিদান দিয়েছিলেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টের (2nd Test) প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের ফ্লপ শো-র পর আর একটিই সুযোগ পাবেন ৷ তিনি বলেছিলেন পূজারা (Cheteshwar Pujara) ও রাহানে (Ajinkya Rahane) আরও একটি সুযোগ দেওয়ার কথা বলেছেন গাভাসকর (Sunil Gavaskar)৷ গাভাসকর বলেছেন, ‘‘ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার পূজারা ও রাহানে নিজেদের কেরিয়ার বাঁচাতে আর একটি ইনিংস সুযোগ পাবেন৷’’ অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার সুনীল গাভাসকরের সতর্কবাণী ভালোই কাজে লাগালেন দুই টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)৷ পূজারা ও রাহানে দুইজনেই অর্ধশতরান করে ফেললেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে৷
advertisement
পূজারা ও রাহানে পরপর দুই বলে আউট হয়ে যান৷ দুয়ানে অলিভারের প্রথম সেশনের বলে এই উইকেট নেন৷ জোহনেসবার্গে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে এই অবস্থা হয়৷ তবে দ্বিতীয় ইনিংসে দুই ক্রিকেটারই অর্ধ শতরান করে ফেলেন৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ২ উইকেট অবস্থায় ক্রিজে এই জুটি খেলতে শুরু করে৷ সেখান থেকে জুটি ভারতীয় দলের স্কোর নিয়ে যায় ১৫৫ অবধি৷ প্রথমে আউট হন অজিঙ্ক রাহানে , তিনি ৭৮ বলে ৫৮ রান করে রাবাদার শিকার৷ পূজারাও (Cheteshwar Pujara) অবশ্য রাহানে ফিরে যাওয়ার পর বেশিক্ষণ ক্রিজে টেকেননি৷ তিনি রাবাদার শিকার৷ ৮৬ বলে ৫৩ রান করেন তিনি৷
advertisement
5⃣0⃣ for @ajinkyarahane88 👌 👌
1⃣0⃣0⃣-run stand between him & @cheteshwar1 🤝#TeamIndia move closer to 1⃣5⃣0⃣. 👍 👍 #SAvIND Follow the match ▶️ https://t.co/b3aaGXmBg9 pic.twitter.com/7HWJHHuLGB — BCCI (@BCCI) January 5, 2022
এদিকে এরপরেই পূজারা ও রাহানেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিং হয়, পুরানে হ্যাশট্যাগ৷
advertisement
Thank You #PURANE ♥️🤝 pic.twitter.com/YhpIxYKdiO
— Dr Khushboo 🇮🇳 (@khushbookadri) January 3, 2022
#INDvsSA #SAvIND Scenes from 3rd test match "Hanuma Vihari ruled out for unknown injury" But #PURANE is permanent pic.twitter.com/VU1ncS6S5J
— The.Ayush.kumar (@TheAyushkumar1) January 3, 2022
advertisement
Pujara and Rahane after saving their Test Career : pic.twitter.com/yN7FqUSt7h — g0v!ñD $#@®mA (@rishu_1809) January 5, 2022
এদিকে এর আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পূজারা (Cheteshwar Pujara) ৩৩ বলে ৩ রান করে আউট হয়ে যান৷ অলিভার শর্ট লেংথ ডেলিভারি অফস্টাম্পের দিকে ছিল৷ পূজারার ব্যাটের লেগে হাওয়ায় উড়ে যায় তাঁর ক্যাচ নেয় তেম্বা বাভুমা আত্মবিশ্বাসের অভাব এই শটটায় ভর্তি ছিল৷ এর ঠিক পরের বলেই রাহানের (Ajinkya Rahane) পুশ অফ স্টাম্পের বাইরে তৃতীয় স্লিপে নেন কেগানন পিটারসেন৷ তিনি গোল্ডেন ডাক করে আউট হন৷
advertisement
গাভাসকর এই দিকে প্রশ্ন তুলে দিলেন হয়ত এটাই অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ও চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) শেষ সুযোগ৷ এরপর শ্রেয়স আইয়ারের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ পাওয়ার রাস্তা খুলতে পারে৷ গাভাসকর বলেছেন, ‘‘ওই দুটো আউটের পর মনে হয় যে কেউ বলতে পারে বোধহয় ওঁদের কাছে আর পরবর্তী ইনিংসটা আছে, পূজারা ও রাহানের কাছে, তাঁদের টেস্ট কেরিয়ার বাঁচানোর জন্য৷’’
advertisement
এদিকে তিনি আরও বলেন, ‘‘দলে ওঁদের জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল, আর এখন এই দুটো আউটের পর তাঁদের আর একটা ইনিংস বেঁচে রয়েছে৷ ভারত যেরকম খেলছে তাতে দ্বিতীয় ইনিংস থাকবে আর তাতে তাঁদের এমন কিছু করতে হবে যাতে দলে তাঁদের জায়গা থাকবে৷’’
advertisement
এদিকে নেটিজেনরা ইতিমধ্যেই দাবি করছেন যাতে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) অবসর গ্রহণ করেন৷
Test careers of Pujara and Rahane on the brink
— Cricketwallah (@cricketwallah) January 3, 2022
Rahane & Pujara have served Indian cricket well , but time to move ahead.
— Srini (@softsignalout) January 3, 2022
Can we please be done with Pujara and Rahane ? #INDvsSA
— K'rulzster (@krulzster) January 3, 2022
Cheteshwar Pujara and Ajinkya Rahane has failed to perform on a consistent basis since 2020. Failures after Failures. 😑
Whole India to Them:#SAvIND pic.twitter.com/wuZclzRPBU — Nitesh Chauhan 🇮🇳 (@Nitesh_Chauhan7) January 3, 2022
চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ২০১৯-র জানুয়ারির পর টেস্টে আর শতরান করেননি৷ এদিকে রাহানের (Ajinkya Rahane) খারাপ ফর্মও গত কয়েক বছর ধরে চলে আসছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 3:26 PM IST