Job Vacancy: রেলওয়ের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন বিস্তারিত বিবরণ

Last Updated:

Job Vacancy: South Eastern Railway Recruitment 2022: প্রার্থীদের আগামী ২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Job Vacancy: south eastern railway recruitment 2022 apply for 21 posts
Job Vacancy: south eastern railway recruitment 2022 apply for 21 posts
#কলকাতা: সম্প্রতি সাউথ ইস্টার্ন রেলওয়ের (South Eastern Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার অধীনে বিভিন্ন খেলোয়ারদের নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://indianrailwayrecruitment.in/south-east-railway-recruitment-www-ser-indianrailways-gov-in/খোঁজ নিতে পারেন।
South Eastern Railway Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া (Job Vacancy) শুরু হবে আজ অর্থাৎ ৩ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নর্থ ইস্টার্ন স্টেট, সিকিম, জম্মু এবং কাশ্মীর, লাহৌল এবং স্পিতি জেলা, লাক্ষদ্বীপ, আন্দামান নিকোবরে বসবাসকারী প্রার্থীদের জন্য ১১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত সময় মিলবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
South Eastern Railway Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সাউথ ইস্টার্ন রেলওয়ে (South Eastern Railway)
advertisement
পদের নামস্পোর্টস কোটার অধীনে বিভিন্ন পদ
শূন্যপদের সংখ্যা ২১
কাজের স্থানকলকাতা
কাজের ধরণকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিস্পোর্টস ট্রায়াল
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন০২.০২.২০২২
advertisement
South Eastern Railway Recruitment 2022: আবেদনের যোগ্যতা
বিশদে আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম ইত্যাদি জানতে প্রার্থীরা এই লিঙ্কটি দেখতে পারেন- https://www.rrcser.co.in/pdf/Indicative%20Notice%20for%20Sports%20Quota%202021-22.pdf
South Eastern Railway Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত স্পোর্টস ট্রায়ালের মাধ্যমে নির্বাচন করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের রেলওয়ে কমিটি দ্বারা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
advertisement
South Eastern Railway Recruitment 2022: আবেদন ফি
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা ধার্য করা হয়েছে। ব্যাঙ্ক ড্রাফট বা আইপিও ‘FA&CAO, South Eastern Railway, Garden Reach-700043’ ঠিকানায় ইস্যু করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: রেলওয়ের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন বিস্তারিত বিবরণ
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement