ICC World Cup 2023, IND vs AUS Final: ফাইনালের আগেই শামির জন্য দু'দুটো গিফট, উপহার দিলেন ‘এই’ রাজ্যের মুখ্যমন্ত্রী

Last Updated:

ICC World Cup 2023, IND vs AUS Final: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একাই ৭ উইকেট নেওয়া মহম্মদ শামির নিজের গ্রামে একটি মিনি স্টেডিয়াম তৈরি করতে চলেছে...

মহম্মদ শামির জন্য বিশেষ উপহার যোগী আদিত্যনাথ সরকারের - Photo- PTI
মহম্মদ শামির জন্য বিশেষ উপহার যোগী আদিত্যনাথ সরকারের - Photo- PTI
কানপুর:  আজ শনিবার, রাত পোহালেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল৷  এবারের বিশ্বকাপে আগুনে বোলিং পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি৷  বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ঠিক আগে ভারতীয় ক্রিকেট দলের তোলপাড় করা বোলার মহম্মদ শামি এক বিশাল উপহার পেলেন৷  আর তাঁকে গিফট দিল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একাই ৭ উইকেট নেওয়া মহম্মদ শামির নিজের গ্রামে একটি মিনি স্টেডিয়াম তৈরি করতে চলেছে  উত্তর প্রদেশের বিজেপি সরকার৷
মহম্মদ শামির ক্রিকেট কেরিয়ার বাংলার হয়ে৷ তৃণমূল স্তর থেকে তিনি বাংলাতেই ক্রিকেট খেলাটা শিখেছেন এখানেই পেশাদের ক্রিকেট খেলে, বাংলা রনজি দলে খেলে ভারতের জার্সি পেয়েছেন৷ তবে তিনি জন্মেছেন উত্তরপ্রদেশের আমরোহাতে৷
advertisement
advertisement
আমরোহা জেলা ম্যাজিস্ট্রেট রাজেশ ত্যাগীর মতে, ইউপি সরকার শামির গ্রাম সহসপুর আলিনগরে একটি মিনি স্টেডিয়াম এবং একটি ওপেন জিম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার জেলার মুখ্য উন্নয়ন আধিকারিক (সিডিও) নিজেদের দল নিয়ে শামির গ্রামে পৌঁছে স্টেডিয়ামের জন্য জমি জরিপ করেন।
advertisement
স্টেডিয়ামটি তৈরি হবে ১ হেক্টর জমিতে
যোগী আদিত্যনাথ সরকার সূত্রে খবর সহসপুর আলীনগরে প্রায় এক হেক্টর জমিতে স্টেডিয়াম তৈরির প্রস্তুতি রয়েছে। এই স্টেডিয়ামে নানা ধরণের খেলাধুলার সুবিধা থাকবে। কোচিংয়েরও ব্যবস্থাও থাকবে। সরকারের মতে, এটি শুধুমাত্র এই জেলার খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ দেবে না, আশেপাশের জেলার সম্ভাবনাময় ক্রীড়াবিদরাও এখান থেকে কিছু করে দেখানোর সুযোগ পাবেন৷
advertisement
শামি নিজেও মাঠ তৈরি করেছেন
মহম্মদ শামিও নিজেই নিজের গ্রামে একটি মাঠ তৈরি করেছেন। তিনি  যখনই গ্রামে যান এই মাঠেই অনুশীলন করেন। গ্রামের শিশুদের প্রশিক্ষণও দেন৷
পাখির চোখ ফাইনাল
মহম্মদ শামি ২০২৩ সালের বিশ্বকাপের শুরু থেকে প্রথম একাদশের সদস্যই ছিলেন না। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর তিনি প্রথম একাদশে আসেন। আর তারপর থেকেই কামাল করেছিলেন।  দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তিনি একাই কিউয়ি দুর্গে কাঁপন ধরিয়ে দেন৷  একের পর এক সাত উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ও হন। এদিকে সেমিফাইনালে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে ৫০ উইকেটও পূর্ণ  হয়ে গেছে মহম্মদ শামির।
advertisement
১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচ৷ আহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়ার  ফাইনাল ম্যাচ খেলা হবে। সেখানে আরও একটি আগুনে  পারফরম্যান্সই পাখির চোখ শামির৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023, IND vs AUS Final: ফাইনালের আগেই শামির জন্য দু'দুটো গিফট, উপহার দিলেন ‘এই’ রাজ্যের মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement