২০০৩-এর পুনরাবৃত্তি। ২০২৩-এও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বজয় করার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। চিরাচরিত প্রথা অনুযায়ী ফাইনালে একতরফা ম্যাচ খেলল অজিরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল ৬৬ ও বিরাট কোহলি করেন ৫৪ রান। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ৪৩ ওভারে ২৪১ রানের লক্ষ্য পূরণ করে ফেলল ব্যাগি গ্রিণরা।
জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া। ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ২২৫। হাফ সেঞ্চুরি করলেন লাবুশানে।
ট্রেভিস হেডের ব্যাটে ভারতের স্বপ্নভঙ্গ হওয়া সময়ের অপেক্ষা। ২০০ রান পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। ৩৭ ওভার শেষে ২০৪ রানে ৩ উইকেট অস্ট্রেলিয়া।
সেঞ্চুরি করলেন ট্রেভিস হেড। ৯৫ বলে বিশ্বকাপ ফাইনালে শতরান করে ইতিহাসের পাতায় নাম লেখালেন অজি তারকা। ৩৪ ওভারে ১৮৫ রানে ৩ উইকেট অস্ট্রেলিয়া।
৩০ ওভার শেষে জয়ের কাছে আরও কাছে যাচ্ছে ভারত। ১৬৭ রানে ৩ উইকেট অস্ট্রলিয়ার। স্বপ্নভঙ্গ হওয়ার পথে ভারতের।
হেড ও লাবুশানের পার্টনারশিপে ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে ভারতের। শতরানের পার্টনারশিপও পূরণ করেছেন দুই তারকা। ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৬২ রানে ৩ উইকেট।
ফাইনালে অনবদ্য ব্যাটিং ট্রেভিস হেডের। হাফ সেঞ্চুরি করলেন অজি তারকা। ২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৭ রানে ৩ উইকেট।
৩ উইকেট দ্রুত পড়লেও ট্রেভিস হেড ও মার্নাস লাবুশানের পার্টনারশিপ চাপে ভারত। জুটিতে ৫০ রান যোগ করলেন দুজনে। ২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৪ রানে ৩ উইকেট।
৩ উইকেট পড়ার পর ঠান্ডা মাথায় ব্যাট করছেন ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন। ১৫ ওভার শেষে অস্ট্রলিয়া ৭৮।
৩ উইকেট পড়লও ভাল গতিতে রান তুলছে অস্ট্রেলিয়া। ১০ ওভার শেষে ৬০ রানে ৩ উইকেট।
জসপ্রীত বুমরাহের বলে আউট হলেন স্টিভ স্মিথ। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৪৭।
জসপ্রীত বুমরাহের বলে আউট হলে মিচেল মার্শ। দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৪১।
ওয়ার্নার আউট হলেও দ্রুত গতিতে রান তুলছেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৪১।
শামির বলে ডেভিড ওয়ার্নারের উইকেট পড়লেও মারকাটারি ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ২ওভার শেষে অস্ট্রেলিয়া ২৮ রানে ১ উইকেট।
১৮ রান করে আউট সূর্যকুমার যাদব। পুরো হতাশ করলেন স্কাই ৪৮ ওভার শেষে ভারত ২২৭ রানে ৯ উইকেট ভারত।