India vs Australia Highlights, ICC World Cup 2023 Final, : হেডের ব্যাটে স্বপ্নভঙ্গ ভারতের, ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Last Updated:

India Vs Australia (IND vs AUS) Highlights, ICC ODI World Cup Final 2023: ষষ্ঠবার বিশ্বজয় অস্ট্রেলিয়ার। ফাইনালে ভারতকে হারাল ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে ভারত করে ২৪০ রান। জবাবে ট্রেভিস হেডের সেঞ্চুরিতে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।

২০০৩-এর পুনরাবৃত্তি।  ২০২৩-এও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বজয় করার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। চিরাচরিত প্রথা অনুযায়ী ফাইনালে একতরফা ম্যাচ খেলল অজিরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত।  কেএল রাহুল ৬৬ ও বিরাট কোহলি করেন ৫৪ রান। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।

November 19, 20239:35 PM IST

IND vs AUS: ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতল  অস্ট্রেলিয়া। ৪৩ ওভারে ২৪১ রানের লক্ষ্য পূরণ করে ফেলল ব্যাগি গ্রিণরা।

November 19, 20239:08 PM IST

IND vs AUS Final: লাবুশানের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়া ২২৫

জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া। ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ২২৫। হাফ সেঞ্চুরি করলেন লাবুশানে।

November 19, 20238:55 PM IST

IND vs AUS Final: ২০০ পার ভারতের

ট্রেভিস হেডের ব্যাটে ভারতের স্বপ্নভঙ্গ হওয়া সময়ের অপেক্ষা। ২০০ রান পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। ৩৭ ওভার শেষে ২০৪ রানে ৩ উইকেট অস্ট্রেলিয়া।

advertisement
November 19, 20238:42 PM IST

IND vs AUS: সে‍‍ঞ্চুরি ট্রেভিস হেডের

সেঞ্চুরি করলেন ট্রেভিস হেড। ৯৫ বলে বিশ্বকাপ ফাইনালে শতরান করে ইতিহাসের পাতায় নাম লেখালেন অজি তারকা। ৩৪ ওভারে ১৮৫ রানে ৩ উইকেট অস্ট্রেলিয়া।

November 19, 20238:30 PM IST

৩০ ওভারে ১৬৭ অস্ট্রেলিয়া

৩০ ওভার শেষে জয়ের কাছে আরও কাছে যাচ্ছে ভারত। ১৬৭ রানে ৩ উইকেট অস্ট্রলিয়ার। স্বপ্নভঙ্গ হওয়ার পথে ভারতের।

November 19, 20238:21 PM IST

IND vs AUS Final: ২৮ ওভার শেষে ১৬২ অস্ট্রেলিয়া

হেড ও লাবুশানের পার্টনারশিপে ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে ভারতের। শতরানের পার্টনারশিপও পূরণ করেছেন দুই তারকা। ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৬২ রানে ৩ উইকেট।

advertisement
November 19, 20237:56 PM IST

IND VS AUS: ট্রেভিস হেডের ৫০

ফাইনালে অনবদ্য ব্যাটিং ট্রেভিস হেডের। হাফ সেঞ্চুরি করলেন অজি তারকা। ২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৭ রানে ৩ উইকেট।

November 19, 20237:49 PM IST

Ind vs Aus Final: হেড ও লাবুশানের পার্টনারশিপে চাপে ভারত

৩ উইকেট দ্রুত পড়লেও ট্রেভিস হেড ও মার্নাস লাবুশানের পার্টনারশিপ চাপে ভারত। জুটিতে ৫০ রান যোগ করলেন দুজনে। ২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৪ রানে ৩ উইকেট।

November 19, 20237:29 PM IST

IND vs AUS: ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭৮

৩ উইকেট পড়ার পর ঠান্ডা মাথায় ব্যাট করছেন ট্রেভিস হেড  ও মার্নাস লাবুশেন। ১৫ ওভার শেষে অস্ট্রলিয়া ৭৮।

advertisement
November 19, 20237:14 PM IST

Ind vs Aus Final: ১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬০

৩  উইকেট পড়লও ভাল গতিতে রান তুলছে অস্ট্রেলিয়া। ১০ ওভার শেষে ৬০ রানে ৩ উইকেট।

November 19, 20237:06 PM IST

IND vs AUS: তৃতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়া

জসপ্রীত বুমরাহের বলে আউট হলেন স্টিভ স্মিথ। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৪৭।

November 19, 20236:52 PM IST

IND vs AUS: আউট মিচেল মার্শ

জসপ্রীত বুমরাহের বলে আউট হলে মিচেল মার্শ। দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৪১।

advertisement
November 19, 20236:46 PM IST

Ind vs Aus Final: ৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪১

ওয়ার্নার আউট হলেও দ্রুত গতিতে রান তুলছেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৪১।

November 19, 20236:37 PM IST

Ind vs Aus: আউট ডেভিড ওয়ার্নার

শামির বলে ডেভিড ওয়ার্নারের উইকেট পড়লেও  মারকাটারি ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ২ওভার শেষে অস্ট্রেলিয়া ২৮ রানে ১ উইকেট।

November 19, 20235:44 PM IST

IND vs Aus Final: আউট সূর্যকুমার যাদব

১৮ রান করে আউট সূর্যকুমার যাদব। পুরো হতাশ করলেন স্কাই ৪৮ ওভার শেষে ভারত ২২৭ রানে ৯ উইকেট ভারত।

advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia Highlights, ICC World Cup 2023 Final, : হেডের ব্যাটে স্বপ্নভঙ্গ ভারতের, ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement