ICC World Cup 2023, IND vs AUS Final: বিশ্বকাপের ফাইনালে মাঠের দায়িত্ব থাকবে এঁদের হাতেই, এর আগে সামলেছেন এই মেগা ম্যাচ

Last Updated:

ICC World Cup 2023, IND vs AUS Final: রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে  বিশ্বকাপ ২০২৩-র ফাইনালের আসর৷

ICC World Cup 2023, IND vs AUS Final: বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন
ICC World Cup 2023, IND vs AUS Final: বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন
কলকাতা: মাস খানেকের বেশি সময় ধরা চলা বিশ্বকাপ এবার নিজের ফাইনাল মোমেন্টে৷ রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল৷ ভারত পুরো টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে অন্যদিকে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স একটু নড়বড়ে হলেও এখন অজিরা নিজেদের  জাত চেনাচ্ছে৷
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে  বিশ্বকাপ ২০২৩-র ফাইনালের আসর৷
advertisement
আইসিসি আম্পায়র প্যানেলে রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) এবং রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড)কে ফাইনাল ম্যাচের অন ফিল্ড আম্পায়র হিসেবে ঘোষণা করেছে৷ মেগা ম্যাচ পরিচালনা করবেন এঁরাই৷ ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে ইলিংওয়ার্থ ছিলেন অনফিল্ড দুজন আম্পায়রের একজন৷ অন্যদিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যের দ্বিতীয় সেমিফাইনালের মাঠে কেটলবোরো দায়িত্ব সামলেছিলেন৷
advertisement
এছাড়াও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) এবং ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড) ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের জন্য যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ আম্পায়ার হবেন। উইলসন এবং গ্যাফানি যথাক্রমে ভারত বনাম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে তৃতীয় আম্পায়ার ছিলেন।
advertisement
আম্পায়রদের পূর্ণ তালিকা রইল
অনফিল্ড আম্পায়র- রিচার্ড ইলিংওয়ার্থ ও  রিচার্ড কেটলবরো (Richard Illingworth and Richard Kettleborough)
ম্যাচ রেফারি – অ্যান্ডু পাইক্রফট (Andrew Pycroft)
থার্ড আম্পায়র – জোয়েল উইলসন (Joel Wilson)
ফোর্থ আম্পায়র- ক্রিস্টোফর গ্যাফানে (Christopher Gaffaney)
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023, IND vs AUS Final: বিশ্বকাপের ফাইনালে মাঠের দায়িত্ব থাকবে এঁদের হাতেই, এর আগে সামলেছেন এই মেগা ম্যাচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement