Lionel Messi wins Ballon d'Or: সেরার সেরা সেই মেসিই, সপ্তমবার ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টিনীয় মহাতারকা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Lionel Messi Wins Ballon d'Or: প্রত্যাশামতোই ব্যালন ডি’অরের ট্রফি উঠল সেই মেসির হাতেই ৷
কলকাতা: যা ভাবা হয়েছিল, তেমনটাই ঘটল ৷ সপ্তমবার ব্যালন ডি’অর খেতাব জিতলেন লিওনেল মেসি ৷ প্রত্যাশামতোই বর্ষসেরা ফুটবলারের ট্রফি উঠল সেই মেসির হাতেই (Lionel Messi wins Ballon d'Or) ৷
HERE IS THE WINNER!
SEVEN BALLON D’OR FOR LIONEL MESSI! #ballondor pic.twitter.com/U2SywJmruC — Ballon d'Or #ballondor (@francefootball) November 29, 2021
advertisement
ব্যালন ডি’অর খেতাব জেতার বিষয় মেসির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ পর্তুগীজ তারকা জিতেছেন পাঁচ বার এই খেতাব ৷ বিশ্বের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন জিয়ানলুইগি দোনারুমা (Gianluigi Donnarumma)। বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেলাস (Alexia Putellas) ৷ বার্সার হয়ে ২৬টি গোল করেছেন তিনি ৷
advertisement
2️⃣0️⃣2️⃣1️⃣ #ballondor ! pic.twitter.com/kKO05JBZwX
— Ballon d'Or #ballondor (@francefootball) November 29, 2021
সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর পুরস্কার হাতে মেসি বলেন, ‘‘আমি রবার্ট লেওয়ানডস্কির নাম উল্লেখ করতে চাই। তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সত্যিই গর্বের বিষয়। সবাই জানে এবং আমরা সকলেই মানি যে গত বছর তুমিই এই পুরস্কারের বিজেতা হতে (Lionel Messi wins Ballon d'Or)।’’
advertisement
বার্সেলোনা (FC Barcelona) এবং পিএসজি (PSG) মিলিয়ে ৪০টি ম্যাচ খেলে ৩২ গোল এবং ১৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লে মেকারও বটে। জাতীয় দলের হয়ে এই বছর মারাত্মকভাবে সফল মেসি। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর কান্ডারী ছিলেন তিনি।
advertisement
Une belle soirée au Théâtre du Châtelet pour 𝙇𝙚𝙤 𝙈𝙚𝙨𝙨𝙞 🏆 pic.twitter.com/Pi7hpPL3Pg
— Paris Saint-Germain (@PSG_inside) November 29, 2021
সাত ম্যাচে চার গোল এবং পাঁচটি অ্যাসিস্ট দিয়ে দেশকে মহাদেশীয় চ্যাম্পিয়ন করেছেন এবং কোপার ইতিহাসে একমাত্র যিনি সোনালী বল, সোনালী বুট একসঙ্গে পেয়েছেন। তবে লেওয়ানডস্কির এই বছরটা হয়ত সেরা বছর ছিল, বুন্দেশলিগায় আগে যা কেউ কখনও ভাবেনি, সেটাই করে দেখিয়েছেন। গার্ড মুলারের এক বছরে ৪০টি গোলের রেকর্ডও তিনি ভেঙেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2021 9:15 AM IST