West Bengal News: দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, তবুও নাকি সরকারি খাতায় তিনি জীবিত নন
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
West Bengal News: দৈনন্দিন সংসারের কাজ কর্মের পাশাপাশি সমস্ত কিছু করছেন স্বশরীরে। তবুও সরকারি খাতায় জীবিতের তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। আর তাতেই বিড়ম্বনায় পড়েছেন তিনি, পাচ্ছেন না সরকারি সুযোগ-সুবিধা।
এগরা: দৈনন্দিন সংসারের কাজ কর্মের পাশাপাশি সমস্ত কিছু করছেন স্বশরীরে। তবুও সরকারি খাতায় জীবিতের তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। আর তাতেই বিড়ম্বনায় পড়েছেন তিনি, পাচ্ছেন না সরকারি সুযোগ-সুবিধা। আড়াই বছর ধরে এরকম বিড়ম্বনায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহাকুমার কসবাগোলায় এলাকার এক গরীব পরিবার। দীর্ঘ আড়াই বছর ধরে বঞ্চিত ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা থেকে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, রেশন, স্বাস্থ্যসাথী কিংবা আবাস যোজনার মতো বহু সরকারি প্রকল্পও তাদের দোরগোড়ায় পৌঁছচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একাধিকবার আবেদন ও অনুরোধ করেও কোনও সুরাহা হয়নি।
পঞ্চায়েত অফিসে ঘুরেও মিলছে না সঠিক উত্তর। বহু পরিবার আছে যাদের মহিলারা এখনও পর্যন্ত এক টাকাও পাননি লক্ষ্মীর ভান্ডার থেকে। কারও কারও আবেদন পেন্ডিং দেখাচ্ছে, আবার অনেকের নাম নথিভুক্তই হয়নি বলে জানানো হচ্ছে। সরকারি খাতায় জীবিতদের তালিকায় বাদ পড়ে যাওয়া মহিলা খরিদান বিবি বলেন, “আমরা প্রতিদিন পঞ্চায়েত অফিসে যাই, কিন্তু কেউ স্পষ্ট করে জানায় না সমস্যাটা কী। কীভাবে আবেদন করব, সেটাও বোঝায় না।”
advertisement
advertisement
গ্রাম পঞ্চায়েত থেকে জানা যায় ২০২১ সাল থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল কিন্তু ২০২৪ এবং ২০২৫ সালে লক্ষীর ভান্ডার পাচ্ছে না, তার মূল কারণ ওই খরিদান বিবি নামে মহিলার মৃত্যু সার্টিফিকেট বেরোয়। তাঁদের দাবি,সরকারি অফিসে ভুলবশত ওই জীবিত মহিলাকে মৃত ব্যক্তি বলে সার্টিফিকেট দেয়। যার জন্য ওনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়েছে। প্রশাসনের কাছে দাবি করেছেন যেন তিনি আবার দ্রুত লক্ষ্মী ভান্ডার পান। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু কারিগরি ত্রুটি এবং তথ্য জমা না থাকার কারণে এমন সমস্যা হয়েছে। তবে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
advertisement
সরকারি খাতায় জীবিতদের তালিকা থেকে নাম বাদ পড়ায় লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ওই মহিলা। আর তা ঘিরে এগরার কাবাসগোলা এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওই মহিলা যাতে লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য সুযোগ-সুবিধা পায় সে বিষয়ে সরব হয়েছে স্থানীয় বাসিন্দা সহ রাজনৈতিক দলগুলি।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 1:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, তবুও নাকি সরকারি খাতায় তিনি জীবিত নন
