Fact Check on Rafale: রাফালে-সহ ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান! প্রচারের সত্যতা কী? প্রমাণ দেখাল ভারত সরকার

Last Updated:
Fact Check on Rafale: অপারেশন সিঁদুর সফল হওয়ার পরেই পাকিস্তানের বহু মিডিয়ায় দাবি করা হয়, রাফালে-সহ ভারতের নাকি ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। সত্যতা কী?
1/5
অপারেশন সিঁদুর সফল হওয়ার পরেই পাকিস্তানের বহু মিডিয়ায় দাবি করা হয়, রাফালে-সহ ভারতের নাকি ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই দাবি করেন।
অপারেশন সিঁদুর সফল হওয়ার পরেই পাকিস্তানের বহু মিডিয়ায় দাবি করা হয়, রাফালে-সহ ভারতের নাকি ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই দাবি করেন।
advertisement
2/5
শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের বহু মিডিয়াতেও প্রচার করা হয়, রাফালে-সহ ৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর খবর। কিন্তু ভারত সরকারে প্রেস ইনফরমেশন ব্যুরো প্রতিটি ঘটনার প্রমাণ দিয়েছে।
শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের বহু মিডিয়াতেও প্রচার করা হয়, রাফালে-সহ ৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর খবর। কিন্তু ভারত সরকারে প্রেস ইনফরমেশন ব্যুরো প্রতিটি ঘটনার প্রমাণ দিয়েছে।
advertisement
3/5
২০২১ সালে পঞ্জাবের মোগা জেলায় মিগ-২১ ভেঙে পড়ার ছবিকে রাফালে ভেঙে পড়ার ছবি হিসাবে প্রচার করা হচ্ছে। Image: X/PIB
২০২১ সালে পঞ্জাবের মোগা জেলায় মিগ-২১ ভেঙে পড়ার ছবিকে রাফালে ভেঙে পড়ার ছবি হিসাবে প্রচার করা হচ্ছে। Image: X/PIB
advertisement
4/5
এই ছবিটি গত বছর রাজস্থানে মিগ-২৯ ভেঙে পড়ার ছবি। Image: X/PIB
এই ছবিটি গত বছর রাজস্থানে মিগ-২৯ ভেঙে পড়ার ছবি। Image: X/PIB
advertisement
5/5
এই ছবিটি ২০১০ সালের বায়ুসেনার মিরাজ যুদ্ধবিমান ভেঙে পড়ার। Image: X/PIB
এই ছবিটি ২০১০ সালের বায়ুসেনার মিরাজ যুদ্ধবিমান ভেঙে পড়ার। Image: X/PIB
advertisement
advertisement
advertisement