৭ বছর আগে মারা গিয়েছেন স্ত্রী...! তাঁর নামে হঠাৎ এল 'স্পিড পোস্ট'! খাম খুলতেই যা দেখা গেল...চমকে যাবেন!

Last Updated:

Speed Post: পোস্টে সাত বছর আগে মৃত স্ত্রীর নামে এ কী এল চম্পাহাটির সরদারপাড়ার চক্রবর্তী পরিবারে! যা দেখে রীতিমত তাজ্জব বনে গিয়েছেন পরিবারের সদস্যরা!  

স্পিড পোস্টে ভোটার কার্ড এল মৃত ব্যক্তির 
স্পিড পোস্টে ভোটার কার্ড এল মৃত ব্যক্তির 
বারুইপুর: স্পিড পোস্টে সাত বছর আগে মৃত স্ত্রীর নামে নতুন ভোটার কার্ড এল চম্পাহাটির সরদারপাড়ার চক্রবর্তী পরিবারে। যা দেখে রীতিমত তাজ্জব বনে গিয়েছেন পরিবারের কর্তা স্বামী পঞ্চানন চক্রবর্তী। এতে কী করবেন বুঝে উঠতে পারছেন না পঞ্চাননবাবু। পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন তিনি।
advertisement
পঞ্চাননবাবুর কথায়, আমার স্ত্রীর ভোটার কার্ড আগেই রয়েছে। আবার নতুন করে ভোটার কার্ড কী করে আসে? নির্বাচন কমিশন কী কোনও যাচাই না করে ভোটার কার্ড পাঠিয়ে দিচ্ছে পোস্ট অফিসে। পঞ্চায়েত থেকে বিষয়টি দেখবার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে, চম্পাহাটি পঞ্চায়েত প্রধান অসিতবরণ মণ্ডল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
advertisement
চম্পাহাটি সরদার পাড়ায় বাড়ি পঞ্চাননবাবুর। তাঁর চম্পাহাটি রেলগেটের কাছে পান-বিড়ির দোকান। ছেলে, বৌমা, নাতি নিয়ে সংসার পঞ্চাননবাবুর। পঞ্চাননবাবু বলেন, “২০১৮ সালে স্ত্রী বেবি চক্রবর্তী হৃদরোগ জনিত সমস্যায় মারা যান। এরপর পরবর্তী ভোটের আগে ভোটার তালিকা থেকে স্ত্রীর নামও বাদ দেওয়া হয়।
advertisement
বৃহস্পতিবার দুপুরে সবে তখন ভাতঘুম দিয়েছি। সেই সময় কুরিয়ার সার্ভিস এর একটা ছেলে এসে দরজায় ধাক্কা দেয়। বলে, কার্ড আছে। তারপর হাতে নিতেই খাম খুলে অবাক হয়ে যাই। দেখি স্ত্রীর নামে নতুন ভোটার কার্ড। এতে আমরা সবাই ভ্যাবাচাকা খেয়ে যাই। স্ত্রীর পুরানো ভোটার কার্ডেই জরুরী কাজও মিটে গিয়েছে। নতুন ভোটার কার্ড পঞ্চায়েত সদস্যকে তা দেখাতে পঞ্চায়েতে নিয়ে যেতে বলে।” পঞ্চাননবাবুর প্রশ্ন, স্ত্রীর নাম বাদ দেওয়ার পরেও কী করে ভোটার কার্ড আসে?
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৭ বছর আগে মারা গিয়েছেন স্ত্রী...! তাঁর নামে হঠাৎ এল 'স্পিড পোস্ট'! খাম খুলতেই যা দেখা গেল...চমকে যাবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement