ট্রেনে বসে দাপটের সঙ্গে কথা বলছিলেন 'অফিসার', TTE এসে জিজ্ঞেস করলেন 'আপনি কে...?' এর পরই সাংঘাতিক কাণ্ড!

Last Updated:
Aligarh News: সে নিজেকে রেলের এক উচ্চপদস্থ অফিসার বলে পরিচয় দেয়, যা শুনে প্যান্ট্রি কারের কর্মচারীরা তাকে যথেষ্ট আপ্যায়ন করতে শুরু করে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এক কর্মী ট্রেনের টিটিইকে খবর দেন। তার পর যা হল...!
1/9
 আলিগড়: উত্তর-পূর্ব এক্সপ্রেস ছুটে চলেছে গন্তব্যের দিকে। প্যান্ট্রি কারে বসে এক ‘অফিসার’ বেশ দাপটের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছেন। প্যান্ট্রি কর্মীরাও তাঁকে যথেষ্ট সম্মান দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরেই সন্দেহের বাতাস বয়ে আসে ট্রেনের ভিতরে।
আলিগড়: উত্তর-পূর্ব এক্সপ্রেস ছুটে চলেছে গন্তব্যের দিকে। প্যান্ট্রি কারে বসে এক ‘অফিসার’ বেশ দাপটের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছেন। প্যান্ট্রি কর্মীরাও তাঁকে যথেষ্ট সম্মান দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরেই সন্দেহের বাতাস বয়ে আসে ট্রেনের ভিতরে।
advertisement
2/9
TTE অর্থাৎ টিকিট চেকার খবর পান, এক ব্যক্তি নিজেকে রেলের অফিসার বলে পরিচয় দিয়ে ট্রেনে যাতায়াত করছেন। কিন্তু পরিচয় সত্যি, না ভুয়ো? সন্দেহ দানা বাঁধে তাঁর মনে। দাদরি স্টেশন পার হতেই তিনি প্যান্ট্রি কারে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করেন, "সত্যি বলুন তো, আপনি কে?"
TTE অর্থাৎ টিকিট চেকার খবর পান, এক ব্যক্তি নিজেকে রেলের অফিসার বলে পরিচয় দিয়ে ট্রেনে যাতায়াত করছেন। কিন্তু পরিচয় সত্যি, না ভুয়ো? সন্দেহ দানা বাঁধে তাঁর মনে। দাদরি স্টেশন পার হতেই তিনি প্যান্ট্রি কারে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করেন, "সত্যি বলুন তো, আপনি কে?"
advertisement
3/9
ব্যক্তির চোখেমুখে তখন স্পষ্ট অস্বস্তির ছাপ। এদিক-ওদিক তাকিয়ে এড়িয়ে যেতে চান। কিন্তু জেরা চলতে থাকে। শেষমেশ যা জানা যায়, ভাবতেও পারছেন না! ঘাম ছুটল সহযাত্রীদের।
ব্যক্তির চোখেমুখে তখন স্পষ্ট অস্বস্তির ছাপ। এদিক-ওদিক তাকিয়ে এড়িয়ে যেতে চান। কিন্তু জেরা চলতে থাকে। শেষমেশ যা জানা যায়, ভাবতেও পারছেন না! ঘাম ছুটল সহযাত্রীদের।
advertisement
4/9
উত্তরপ্রদেশ সচিবালয়ের অফিসার হিসেবে যিনি এতক্ষণ পরিচয় দিচ্ছিলেন, তিনি আসলে কে? পরিচয় পত্র খতিয়ে দেখে শেষে বোঝা গেল।
উত্তরপ্রদেশ সচিবালয়ের অফিসার হিসেবে যিনি এতক্ষণ পরিচয় দিচ্ছিলেন, তিনি আসলে কে? পরিচয় পত্র খতিয়ে দেখে শেষে বোঝা গেল।
advertisement
5/9
সে নিজেকে রেলের এক উচ্চপদস্থ অফিসার বলে পরিচয় দেয়, যা শুনে প্যান্ট্রি কারের কর্মচারীরা তাকে যথেষ্ট আপ্যায়ন করতে শুরু করে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এক কর্মী ট্রেনের টিটিইকে খবর দেন।
সে নিজেকে রেলের এক উচ্চপদস্থ অফিসার বলে পরিচয় দেয়, যা শুনে প্যান্ট্রি কারের কর্মচারীরা তাকে যথেষ্ট আপ্যায়ন করতে শুরু করে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এক কর্মী ট্রেনের টিটিইকে খবর দেন।
advertisement
6/9
অভিযুক্ত ব্রিজেশ কুমার, সোনভদ্র জেলার রবার্টসগঞ্জ থানার মুশি চরখা টোলা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে সচিবালয়ের ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে বিনা টিকিটে ট্রেনে চড়ত। সন্দেহ হওয়ায় ট্রেনের সিআইটি ধনঞ্জয় কুমার গুপ্ত বিষয়টি রেল কন্ট্রোলে জানান।
অভিযুক্ত ব্রিজেশ কুমার, সোনভদ্র জেলার রবার্টসগঞ্জ থানার মুশি চরখা টোলা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে সচিবালয়ের ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে বিনা টিকিটে ট্রেনে চড়ত। সন্দেহ হওয়ায় ট্রেনের সিআইটি ধনঞ্জয় কুমার গুপ্ত বিষয়টি রেল কন্ট্রোলে জানান।
advertisement
7/9
ট্রেন আলিগড় স্টেশনে পৌঁছাতেই জিআরপি অভিযুক্তকে আটক করে। কড়া জেরার পর সামনে আসে আসল সত্যি। তার কাছ থেকে সচিবালয়ের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে এই কৌশলে সে বিনা খরচে ট্রেনে সফর করছিল।
ট্রেন আলিগড় স্টেশনে পৌঁছাতেই জিআরপি অভিযুক্তকে আটক করে। কড়া জেরার পর সামনে আসে আসল সত্যি। তার কাছ থেকে সচিবালয়ের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে এই কৌশলে সে বিনা খরচে ট্রেনে সফর করছিল।
advertisement
8/9
জিআরপি ইনস্পেক্টর শীলেন্দ্র সিং জানান, পুলিশের কড়া জিজ্ঞাসাবাদে অবশেষে আসল সত্যি সামনে আসে। অভিযুক্তের কাছ থেকে সচিবালয়ের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করা হয়। এই নকল কার্ড দেখিয়ে সে দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ট্রেন সফর করছিল। তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
জিআরপি ইনস্পেক্টর শীলেন্দ্র সিং জানান, পুলিশের কড়া জিজ্ঞাসাবাদে অবশেষে সত্যি সামনে আসে। ট্রেন দাদরি স্টেশন ছাড়ার পর টিটিই প্যান্ট্রি কারে গিয়ে অভিযুক্তের সম্পর্কে জানতে চান। কিন্তু ব্রিজেশ যথাযথ উত্তর দিতে না পারায় তাকে কড়া জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে নিজেকে উত্তরপ্রদেশ সচিবালয়ের এক অফিসার বলে দাবি করে। 
advertisement
9/9
তার কাছ থেকে সচিবালয়ের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করা হয়। এই নকল কার্ড দেখিয়ে সে দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ট্রেন সফর করছিল। তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
তার কাছ থেকে সচিবালয়ের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করা হয়। এই নকল কার্ড দেখিয়ে সে দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ট্রেন সফর করছিল। তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। ট্রেন আলিগড় স্টেশনে পৌঁছাতেই জিআরপি ব্রিজেশকে আটক করা হয়। 
advertisement
advertisement
advertisement