West Bengal news: দামোদর থেকে দেদার বালি লুট করছিল মাফিয়ারা, অভিযানে সাফল্য পুলিশের
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
West Bengal news: দামোদর থেকে বালি তুলে পাচার হচ্ছিল বেআইনি ভাবে। রাতের অন্ধকারে চলছিল সেই কাজ। সেই সঙ্গে, দিনের পর দিন ধরে চলছিল ওভার লোডিং। সেই অভিযোগ পেয়ে অভিযান চালায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। তাতে মিলল বড় সাফল্য।
দামোদর থেকে বালি তুলে পাচার হচ্ছিল বেআইনি ভাবে। রাতের অন্ধকারে চলছিল সেই কাজ। সেই সঙ্গে, দিনের পর দিন ধরে চলছিল ওভার লোডিং। অর্থাৎ বেআইনিভাবে বাড়তি বালি পরিবহণ করা হচ্ছিল ট্রাক, ট্রাক্টর, ডাম্পারে। বেপরোয়াভাবে বালি পাচার করছিল মাফিয়ারা। সেই অভিযোগ পেয়ে অভিযান চালায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। তাতে মিলল বড় সাফল্য।
চালানবিহীন এবং অতিরিক্ত বালি পরিবহণের অভিযোগে ১৬টি গাড়ি আটক করল জামালপুর থানার পুলিশ। পাশাপাশি এ কাজে যুক্ত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে বলে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
অনেক দিন ধরেই দামোদর নদের বিভিন্ন জায়গা থেকে চালান ছাড়া বালি পাচার, ওভার লোডিংয়ের অভিযোগ উঠছিল। এবার বেআইনি বালি পাচার রোধে কড়া পদক্ষেপ করল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ। বালি পাচারকারীদের বাড়বাড়ন্তের অভিযোগ উঠছিল দিনের পর দিন। এবার বড়সড় সাফল্য পেল জামালপুর থানার পুলিশ। শুক্রবার রাতভর জামালপুর ব্লকের পাঁচড়া কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত ও চালানবিহীন বালি পরিবহনের অভিযোগে ১৬টি গাড়িকে আটক করা হয়। পাশাপাশি চালক ও খালাসি মিলিয়ে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
শনিবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে। শুধু জামালপুর নয়, পূর্ব বর্ধমানের গলসি, খণ্ডঘোষ, রায়না, শক্তিগড়, জামালপুর, রায়নার বিভিন্ন ঘাটে দামোদর থেকে বালি তোলার ক্ষেত্রে মাফিয়াদের অতি সক্রিয়তার অভিযোগ উঠছিল। অভিযোগ, অনেকেই লিজ এলাকার বাইরে গিয়ে দেদার বালি তুলছে। আরও অভিযোগ, একাধিক ঘাটে একই চালানে বার বার বালি পরিবহণ চলছে। অনেক জায়গায় নদীর গতিপথ আটকে নদীর বুকে বাঁধ দিয়ে তৈরি হয়েছে রাস্তা। সেই রাস্তা দিয়ে নদীর বুকে নেমে যাচ্ছে ট্রাক, ডাম্পার। এইসব বেআইনি কারবার চলছিল দিনের আলোয়। তাতে সরকারের বহু টাকার রাজস্ব ফাঁকি পড়ছিল। এসব রুখতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল। এবার জামালপুর থানার অভিযানে মিলল সাফল্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 6:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: দামোদর থেকে দেদার বালি লুট করছিল মাফিয়ারা, অভিযানে সাফল্য পুলিশের

