Local train: শিয়ালদহের মাতৃভূমি লোকালে বিরাট পরিবর্তন! শুধু মহিলারা নন, এবার উঠতে পারবেন পুরুষরাও

Last Updated:
Local Train: শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি লোকালে কোচ সংখ্যা বেড়ে ১২ হওয়ার পরে মাতৃভূমি লোকালের যাত্রী সংখ্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। তারপরে মাতৃভূমি লোকালে জুড়বে জেনারেল কোচ।
1/5
শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি লোকালে জুড়ছে জেনারেল কামরা। আগে শিয়ালদহ ডিভিশনে বেশিরভাগই ৯ কোচের ট্রেন চলত। কোচ সংখ্যা বেড়ে ১২ হওয়ার পরে মাতৃভূমি লোকালের যাত্রী সংখ্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি লোকালে জুড়ছে জেনারেল কামরা। আগে শিয়ালদহ ডিভিশনে বেশিরভাগই ৯ কোচের ট্রেন চলত। কোচ সংখ্যা বেড়ে ১২ হওয়ার পরে মাতৃভূমি লোকালের যাত্রী সংখ্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
advertisement
2/5
রেল সূত্রে খবর, বিশেষ মহিলা ট্রেনগুলিতে (মাতৃভূমি লোকাল) পর্যাপ্ত যাত্রী হচ্ছে না, ফাঁকা যাতায়াত করতে হচ্ছে। এর মধ্যেই সব ট্রেন ১২ কোচের হয়েছে শিয়ালদহ ডিভিশনে। লেডিস কোচের সংখ্য়া বৃদ্ধির ফলে এমনিই বিক্ষোভ হচ্ছিল বিভিন্ন জায়গায়। কিন্তু রেল জানিয়েছে লেডিস কোচ কমবে না।
রেল সূত্রে খবর, বিশেষ মহিলা ট্রেনগুলিতে (মাতৃভূমি লোকাল) পর্যাপ্ত যাত্রী হচ্ছে না, ফাঁকা যাতায়াত করতে হচ্ছে। এর মধ্যেই সব ট্রেন ১২ কোচের হয়েছে শিয়ালদহ ডিভিশনে। লেডিস কোচের সংখ্য়া বৃদ্ধির ফলে এমনিই বিক্ষোভ হচ্ছিল বিভিন্ন জায়গায়। কিন্তু রেল জানিয়েছে লেডিস কোচ কমবে না।
advertisement
3/5
এই কোচ সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে দেখা গিয়েছে, ‘মাতৃভূমি লোকাল’-এর কিছু কোচ সাধারণ (পুরুষ ও মহিলা উভয়) যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা ব্যাহত হবে না।
এই কোচ সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে দেখা গিয়েছে, ‘মাতৃভূমি লোকাল’-এর কিছু কোচ সাধারণ (পুরুষ ও মহিলা উভয়) যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা ব্যাহত হবে না।
advertisement
4/5
শিয়ালদহ বিভাগ যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা এবং আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই ‘মাতৃভূমি লোকাল’-এর কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছে।
শিয়ালদহ বিভাগ যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা এবং আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই ‘মাতৃভূমি লোকাল’-এর কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছে।
advertisement
5/5
রেল জানিয়েছে, যাত্রী চলাচলকে আরও কার্যকর, ভিড় কমানো এবং ট্রেন পরিচালনার মানোন্নয়নের লক্ষ্যে, শিয়ালদহ বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে, নির্দিষ্ট কয়েকটি কোচে পুরুষ যাত্রীরাও উঠতে পারবেন।
রেল জানিয়েছে, যাত্রী চলাচলকে আরও কার্যকর, ভিড় কমানো এবং ট্রেন পরিচালনার মানোন্নয়নের লক্ষ্যে, শিয়ালদহ বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে, নির্দিষ্ট কয়েকটি কোচে পুরুষ যাত্রীরাও উঠতে পারবেন।
advertisement
advertisement
advertisement