Indian Railways recruitment news: ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ! কতগুলি শূন্যপদ? জানুন বিস্তারিত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways recruitment news: নর্থ ইস্টার্ন রেলওয়ে নতুন শিক্ষানবিশ পদে নিয়োগের ঘোষণা করেছে। মোট ১১০৪টি পদের জন্য অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ১৫ নভেম্বর, ২০২৫ এর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
advertisement
মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুরে ৩৯০টি পদ, সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্টে ৬৩টি পদ, ব্রিজ ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টে ৩৫টি পদ, মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জতনগরে ১৪২টি পদ, ডিজেল শেড ইজ্জতনগরে ৬০টি পদ, ক্যারেজ এবং ওয়াগন ইজ্জতনগরে ৬৪টি পদ, ক্যারেজ এবং ওয়াগন লখনউ জংশনে ১৪৯টি পদ, ডিজেল শেড গন্ডায় ৮৮টি পদ, ক্যারেজ এবং ওয়াগন বারাণসীতে ৭৩টি পদ এবং TRD বারাণসীতে ৪০টি পদ রয়েছে। মোট শূন্যপদ ১১০৪টি।
advertisement
advertisement
advertisement
