Alipurduar: রোগীর সঙ্গে দেখা করা যাবে না, হাসপাতালে হেনস্থার শিকার প্রৌঢ়! নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Last Updated:

Birpara Hospital: গর্ভবতী মাকে রক্ত দিতে গিয়ে হাসপাতালে হেনস্থার শিকার। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন সমাজকর্মী। অভিযোগ ঘিরে হাসপাতাল চত্বরে শোরগোল।

বীরপাড়া হাসপাতাল
বীরপাড়া হাসপাতাল
বীরপাড়া, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: গর্ভবতী মাকে রক্ত দিতে গিয়ে হাসপাতালে হেনস্থার শিকার। ঘটনাটি ঘটেছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন সমাজকর্মী সাজু তালুকদার নামে এক ব্যক্তি। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।
মঙ্গলবার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের ডিমডিমার বাসিন্দা সমাজকর্মী সাজু তালুকদার। সাজু জানান, তাঁর শেল্টার হোমের এক আবাসিক মহিলা বীরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন তাঁকে দেখতে হাসপাতালে যান তিনি। ওই মহিলা গর্ভবতী। রোগীর শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল।
আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ৯ বছর পর নবরূপে খুলছে রক্তকরবী, উদ্বোধনের তারিখও পাকা, খুশির হাওয়া রামপুরহাটে
সাজুর জানান, তিনি যখন হাসপাতালে পৌঁছন তখনও ভিজিটিং আওয়ার শেষ হওয়ার কয়েক মিনিট বাকি ছিল। কিন্তু তাও তাকে রোগীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়। তাকে ঢুকতে দিচ্ছিলেন না একজন নিরাপত্তাকর্মী। তিনি ভিতরে ঢুকতে চাইলে ওই নিরাপত্তাকর্মী প্রৌঢ়কে ধাক্কা মারেন এবং হুমকি দেন বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সব লুকোচুরি শেষ, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য! মালদহ পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’
সাজু আরও বলেন, ওই নিরাপত্তাকর্মী নিজেকে অবসরপ্রাপ্ত সেনা জওয়ান হিসাবে পরিচয় দিয়ে বলেন ‘আমি এক্স আর্মি। আমি ধাক্কা মারতে পারি’। বেলা দেড়টা নাগাদ বীরপাড়া থানার সামনে সাজু জানান, তিনি পুলিশে নালিশ করবেন। অভিযুক্ত নিরাপত্তাকর্মী অবশ্য হুমকি এবং ধাক্কা মারার অভিযোগ অস্বীকার করেন। পালটা তিনি দাবি করেন, গেট খোলার সময় সাজু তালুকদারের গায়ে অনিচ্ছাকৃতভাবে লেগে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar: রোগীর সঙ্গে দেখা করা যাবে না, হাসপাতালে হেনস্থার শিকার প্রৌঢ়! নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement