West Bengal Municipal Election: কালনা ছাড়া পূর্ব বর্ধমানের বাকি ৫ পুরসভায় শপথগ্রহণ, নির্বিঘ্নেই মিটল জরুরি কাজ

Last Updated:

মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে মেমারির কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়। (West Bengal Municipal Election)

West Bengal Municipal Election
West Bengal Municipal Election
#বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার নব নির্বাচিত পুর কাউন্সিলররা শপথ নিলেন। বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে বর্ধমান পৌরসভার কাউন্সিলররা শপথ নেন (West Bengal Municipal Election)। অন্যদিকে গুসকরার বিদ্যাসাগর মেমোরিয়াল হলে গুসকরা পৌরসভা কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে মেমারির কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়। (West Bengal Municipal Election)
বর্ধমান পৌরসভার ৩৫ টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই পৌরসভার পৌর প্রধানের দায়িত্ব পেয়েছেন পরেশ চন্দ্র সরকার। ভাইস চেয়ারম্যান হচ্ছেন বিধায়ক খোকন দাসের স্ত্রী মৌসুমী দাস। কুড়ি বছর কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন পরেশ চন্দ্র সরকার। ২০০১ সালে দলের বিধানসভার প্রার্থী হিসেবেও এই প্রবীণ নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন দলীয় দায়িত্ব পালন করার পুরস্কার স্বরূপ তিনি এই পদ পেয়েছেন বলে মনে করছেন পরেশ বাবু। বর্ধমান পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুটি পদেই এবার নতুন মুখ বেছে নিল দল। (West Bengal Municipal Election)
advertisement
আরও পড়ুন: এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে নিয়োগ চলছে, জেনে নিন বিশদে
অন্যদিকে কাটোয়া পুরসভার প্রধান হচ্ছেন সমীর সাহা। উপ পুর প্রধান হচ্ছেন লক্ষ্মীন্দর মন্ডল। গুসকরার পুর প্রধান হচ্ছেন দলের শহর সভাপতি কুশল মুখোপাধ্যায়। এখানে উপ পৌর প্রধান হচ্ছেন বেলি বেগম। তবে মেমারিতে পুরনো জুটির ওপরই আস্থা রেখেছে দল। এখানে পুর প্রধানের দায়িত্বে থাকছেন স্বপন বিষয়ী। উপ পৌর প্রধান হচ্ছেন সুপ্রিয় সামন্ত। দাঁইহাট পৌরসভা পুর প্রধান হচ্ছেন শিশির কুমার মন্ডল, উপ পৌর প্রধান হচ্ছেন দীর্ঘদিনের কাউন্সিলর অজিত বন্দোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: রাতে ঘুম আসে না? এক কাপ চায়েই লুকিয়ে সমাধান
তবে পুরপ্রধান নির্বাচনকে ঘিরে ব্যাপক গোলমাল হল কালনায়। গঙ্গা পাড়ের মন্দির শহর কালনার পুর প্রধান কে হবেন তা নিয়ে দলের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছিল। সেই সব জল্পনার অবসান ঘটিয়ে দল প্রাক্তন পৌর প্রশাসক আনন্দ দত্তকে পুর প্রধানের দায়িত্ব দিয়েছিল। এখানে উপ পৌর প্রধান হয়
advertisement
তপন পোড়েলকে। কিন্তু কাউন্সিলররা সেই নির্দেশ অমান্য করে তপন পোড়েলকেই পুর প্রধান হিসেবে বেছে নেন। তবে এখনও পর্যন্ত পুর প্রধান পদে তাঁর শপথ নেওয়া হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election: কালনা ছাড়া পূর্ব বর্ধমানের বাকি ৫ পুরসভায় শপথগ্রহণ, নির্বিঘ্নেই মিটল জরুরি কাজ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement