Recruitment 2022: এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে নিয়োগ চলছে, জেনে নিন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ১২ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

Recruitment 2022
Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের (Employees’ State Insurance Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সোশ্যাল সিকিউরিটি অফিসার/ ম্যানেজার গ্রেড ২/ সুপারিনটেনডেন্ট নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ESCI Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১২ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ESCI Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ESCI Recruitment 2022: আবেদন পদ্ধতি
অফিসিয়াল ESIC ওয়েবসাইটে esic.nic.in যেতে হবে
হোমপেজে, ‘Apply online for position of Social Security Officer’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
advertisement
প্রার্থীরা সরাসরি লিঙ্কের জন্য এখানে ক্লিক করতে পারেন – https://ibpsonline.ibps.in/esicssomar22/
পোর্টালে, ‘New registration’-এ ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবে
আবেদন পূরণ করার পরে, সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে
আবেদন ফি পরিশোধ করে আবেদনপত্রটি জমা দিতে হবে
ফর্মটি ডাউনলোড করে প্রয়োজনে একটি প্রিন্ট আউট করে নিতে হবে
আরও পড়ুন: পিছিয়ে গেল ISC দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ, জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (Employees’ State Insurance Corporation)
পদের নাম:সোশ্যাল সিকিউরিটি অফিসার/ ম্যানেজার গ্রেড ২/ সুপারিনটেনডেন্ট
শূন্যপদের সংখ্যা:৯৩
কাজের স্থান:কিছু জানানো হয়নি
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:কিছু জানানো হয়নি
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ দিন: ১২.০৪.২০২২
ESCI Recruitment 2022: আবেদন ফি
মহিলা প্রার্থী, বিভাগীয় প্রার্থী এবং SC/ST/PWD/প্রাক্তন সার্ভিসম্যান বিভাগের প্রার্থীদের ২৫০ টাকা ফি দিতে হবে। অন্য সকল প্রার্থীদের ৫০০ টাকা ফি জমা দিতে হবে। অনলাইন পেমেন্টে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে করা যেতে পারে।
advertisement
ESCI Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাঁরা ESIC নিয়োগ ২০২২-এ আবেদন করার জন্য বয়সসীমার মানদণ্ড পূরণ করেছেন। প্রার্থীদের অবশ্যই ১২ এপ্রিল, ২০২২ অনুযায়ী বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Recruitment 2022: এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে নিয়োগ চলছে, জেনে নিন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement