Recruitment 2022: সরকারি এই সংস্থায় ম্যানেজার পদে বিপুল পরিমাণে নিয়োগ, জানুন বিশদে
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ১৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি NBCC-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) হিসাবে ইঞ্জিনিয়ারদের নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
NBCC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
NBCC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৮১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
মোট শূন্যপদগুলির মধ্যে, ৬০টি জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), ২০টি জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল) এবং ১টি ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য বরাদ্দ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: পিছিয়ে গেল ISC দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ, জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | এনবিসিসি (NBCC) |
পদের নাম: | জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) |
শূন্যপদের সংখ্যা: | ৮১ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | জেই - শুধুমাত্র লিখিত পরীক্ষা, ডিজিএম - শুধুমাত্র সাক্ষাৎকার |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ১৫.০৪.২০২২
NBCC Recruitment 2022: বয়সসীমা
এনবিসিসি জেইই নিয়োগ ২০২২-এর বয়স সীমা হল ২৮ বছর এবং এনবিসিসি ডিজিএম পোস্টগুলির জন্য বয়সসীমা হল ৪৬ বছর৷
NBCC Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
জেই সিভিল - স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ৬০% মোট নম্বর সহ তিন বছরের ফুল-টাইম ডিপ্লোমা।
advertisement
জেই ইলেকট্রিক্যাল - স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে ৬০% মোট নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ফুল-টাইম ডিপ্লোমা।
ডিজিএম – ৯ বছরের অভিজ্ঞতা ও ৬০% মোট নম্বর সহ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণকালীন ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা।
NBCC Recruitment 2022: বেতন
যাঁরা NBCC JE পোস্টের জন্য নির্বাচিত হবেন তাঁদের মাসিক ২৭২৭০ টাকা এবং ডিজিএম পদগুলির জন্য ৭০০০০০ থেকে টাকা ২০০০০০ টাকা দেওয়া হবে।
advertisement
NBCC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
জেই - শুধুমাত্র লিখিত পরীক্ষা
ডিজিএম - শুধুমাত্র সাক্ষাৎকার
Location :
First Published :
March 16, 2022 5:36 PM IST