Recruitment 2022: ট্রেইনি ও জুনিয়র ফায়ারম্যানের পদে ১৩৫ কর্মী নিয়োগ করবে এই সংস্থা, বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ২৮ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেডের (Rashtriya Chemicals and Fertilizers Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেইনি এবং জুনিয়র ফায়ারম্যানের পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
RCFL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৮ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
RCFL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
RCFL Recruitment 2022: কীভাবে আবেদন করতে হবে
প্রার্থীরা শুধুমাত্র www.rcfltd.com থেকে ১৪.০৩.২০২২ তারিখ সকাল ৮টা থেকে ২৮.০৩.২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা, কানাডায় মর্মান্তিক মৃত্যু ৫ ভারতীয় ছাত্রের! আহত ২
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেড (Rashtriya Chemicals and Fertilizers Limited) |
পদের নাম: | ট্রেইনি এবং জুনিয়র ফায়ারম্যান |
শূন্যপদের সংখ্যা: | ১৩৫ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | অনলাইন পরীক্ষা এবং ট্রেড টেস্ট |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ২৮.০৩.২০২২
RCFL Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, OBC এবং EWS বিভাগের জন্য আবেদনের ফি হল ৭০০। SC/ST/PwBD/ExSM/মহিলা বিভাগের প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
RCFL Recruitment 2022: বয়স সীমা
সাধারণ বিভাগের জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ২৯ বছর এবং SC/ST ক্যাটাগরির জন্য ৩৪ বছর, OBC ক্যাটাগরির জন্য ৩২ বছর, PwBD ক্যাটাগরির জন্য (সাধারণ) ৩৯ বছর, PwBD ক্যাটাগরির জন্য (SC/ST) ৪৪ বছর, PwBD ক্যাটাগরির জন্য (OBC) ৪২ বছর।
advertisement
RCFL Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
অপারেটর (কেমিক্যাল) ট্রেইনি এবং জুনিয়র ফায়ারম্যান গ্রেড II পদের জন্য নির্বাচন প্রক্রিয়া অনলাইন পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
Location :
First Published :
March 14, 2022 3:45 PM IST