Car Loan Tax Savings: সাধের গাড়ির লোনে ট্যাক্স ছাড় পাওয়ার এই উপায়গুলি জানেন তো?

Last Updated:

গাড়ি যদি নিজের জন্য ব্যবহার করা হয় তাহলে ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। (Car Loan Tax Savings)

Car Loan Tax Savings
Car Loan Tax Savings
#নয়াদিল্লি: সাধারণত গাড়ির ক্ষেত্রে কোনও প্রকার ট্যাক্স ছাড় পাওয়া সম্ভব নয়। কিন্তু কেউ যদি সেই গাড়ি প্রফেশনাল কাজে ব্যবহার করে থাকে তাহলে সে সেই গাড়ির ওপরে ট্যাক্স ছাড়ের আবেদন করতে পারে। এই ক্ষেত্রে সেই গাড়ি যদি নিজের জন্য ব্যবহার করা হয় তাহলে ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। কিন্তু যদি সেই গাড়ি ব্যবসার কাজে ব্যবহার করা হয় তাহলে ট্যাক্স ছাড়ের জন্য আবেদন করা যায়।
তেল এবং রক্ষণাবেক্ষণে ছাড় -
গাড়ির লোনে শুধু সুদেই নয়, বছরের খরচ করা তেল এবং রক্ষণাবেক্ষণে হওয়া খরচও ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে যুক্ত করা যেতে পারে। এছাড়া গাড়ি ক্রয় করার মূল্যে প্রতি বছর আসা ডেপ্রিসিয়েশন কস্টের ওপরেও ছাড় পাওয়া সম্ভব। এই ধরনের খরচ ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে যুক্ত করা যেতে পারে। নিশ্চিত ভাবে এই ছাড় পাওয়া সম্ভব। বছরে প্রায় গাড়ির মূল্যের প্রায় ১৫ থেকে ২০ শতাংশ ডেপ্রিসিয়েশন কস্ট হয়ে থাকে। এর ফলে এই ক্ষেত্রে ছাড় নেওয়া সম্ভব।
advertisement
advertisement
সহজ হিসাব -
ধরা যাক কারও প্রতি বছরে আয় ১০ লাখ টাকা। ব্যাঙ্ক প্রতি বছর গাড়ির লোনের জন্য ৭০,০০০ টাকার সুদ নেয়। এক্ষেত্রে আয়কর হিসাবে ৯.৩০ লাখ টাকা ধার্য হবে। এই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন কস্ট আয়করে যুক্ত করা হবে না।
advertisement
এই নিয়মগুলো মেনে চলা প্রয়োজন -
- যদি সেই গাড়ি ব্যবসার কাজে না ব্যবহার হয় তাহলে আয়কর দফতর সেই আবেদন খারিজ করে দিতে পারে।
- আবেদন করার জন্য ব্যাঙ্কের কাগজের প্রয়োজন। ব্যাঙ্কের সুদের পরিমাণ সহ সেই কাগজ আয়কর দফতরে জমা করতে হবে।
- গাড়ি যে ব্যবসার সঙ্গে যুক্ত তার মালিকের নামেই গাড়ি রেজিস্টার করা প্রয়োজন।
advertisement
আবেদন করার সময় সতর্ক হওয়া প্রয়োজন যে বিষয়ে -
ট্যাক্স এবং বিনিয়োগ বিশেষজ্ঞ বলবন্ত জৈন জানিয়েছেন যে, আয়করদাতাদের মনে রাখা প্রয়োজন যে আবেদন করার সময় আয়কর দফতর গাড়ি যে ব্যবসার সঙ্গে যুক্ত তার কাগজপত্র দেখতে চাইতে পারে। যদি কেউ ভুল তথ্য জমা দেয় তাহলে শুধু তার আবেদনই খারিজ হবে না, আয়কর বিভাগ তার বিরুদ্ধে মামলাও করতে পারে। এর ফলে আবেদন করার সময় সতর্ক হওয়ার প্রয়োজন। আয়কর রিটার্ন জমা করার সময় আয়করদাতাদের সতর্ক হয়ে সমস্ত কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়া প্রয়োজন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car Loan Tax Savings: সাধের গাড়ির লোনে ট্যাক্স ছাড় পাওয়ার এই উপায়গুলি জানেন তো?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement