Muhammad Yunus- Mamata Banerjee: বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে ইউনুসকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা?

Last Updated:

Mamata Banerjee - Muhammad Yunus: বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মহম্মদ ইউনুস। এবার মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহম্মদ ইউনুস।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহম্মদ ইউনুস।
কলকাতা: বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মহম্মদ ইউনুস। তাঁর নেতৃত্বে নতুন ভাবে দেশ গঠন করার স্বপ্ন দেখছে বাংলাদেশ, ধীরে ধীরে শান্তি ফিরছে ওপার বাংলায়। এবার মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।
এক্স মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে”।
আরও পড়ুন: মুম্বইতে ভয়ঙ্কর ঘটনা, মহিলাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তির প্রেমিকের দিকে
শুধু তাই নয় বেশ কিছু দিন ধরে অশান্ত বাংলাদেশ। ছাত্র আন্দোলনের পরে নতুন করে পথচলার স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেই প্রসঙ্গও উল্লেখ করে মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক,  মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো”।
advertisement
advertisement
সেই সঙ্গে আরও লেখেন, “আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো”। পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের, তাই অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা পশ্চিমবঙ্গের কাছে গুরুত্বপূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Muhammad Yunus- Mamata Banerjee: বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে ইউনুসকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement