Woman Found Dead: মুম্বইতে ভয়ঙ্কর ঘটনা, মহিলাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তির প্রেমিকের দিকে

Last Updated:

পুলিশের প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, মহিলাটির সঙ্গে নভি মুম্বইয়ের পানভেলের বাসিন্দা স্বস্তিক পাটিলের সম্পর্ক ছিল৷

মুম্বই শহরে খুন এক তরুণী
মুম্বই শহরে খুন এক তরুণী
মুম্বই: মহারাষ্ট্রের নভি মুম্বই, বুধবার বিকেল সাড়ে চারটে৷ বেলাপুরের কাছে একটি স্কুলের কাছে হ্রদের মধ্যে ১৯ বছর বয়সি এক মহিলার মৃতদেহ দেখতে পান কয়েকজন জেলে। মুম্বই শহরের বুকে এই ধরনের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত অবস্থায় রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে। মনে করা হচ্ছে  সম্পর্কজনিত কারণেই এই হত্যাকাণ্ডটি সংঘঠিত করা হয়েছে৷
advertisement
বৃহস্পতিবার একজন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে, মেয়েটির প্রেমিক, যাকে হত্যাকারী বলে অনুমান করা হচ্ছে, সে সম্ভবত হত্যাকাণ্ড ঘটানোর পর নিজেও আত্মহত্যা করেছে৷
advertisement
এনআরআই থানার আধিকারিকের তরফ থেকে জানা যাচ্ছে মৃত মহিলাটির নাম ভাবিকা মোর৷ তিনি নেরুলের একটি কলেজের ছাত্রী ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, মহিলাটির সঙ্গে নভি মুম্বইয়ের পানভেলের বাসিন্দা স্বস্তিক পাটিলের (২২)সম্পর্ক ছিল৷
advertisement
এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিকেল ৪টার দিকে তারা দুজনেই লেকের দিকে গিয়েছিল কিন্তু সেখান থেকে কেউই আর ফেরেনি। সম্ভবত  কোনও কারণে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল৷
তার পরেই এই হত্যাকাণ্ড৷ প্রথমে ছেলেটি মেয়েটির শ্বাসরোধ করে হত্যা করে৷ তারপর হ্রদের মধ্যে মৃতদেহ ফেলে নিজেও আত্মহত্যা করেছে৷
যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই ওই মহিলার মৃত্যুর সঠিক কারণ সম্বন্ধে জানা যাবে৷ পুলিশ এখন পর্যন্ত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Woman Found Dead: মুম্বইতে ভয়ঙ্কর ঘটনা, মহিলাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তির প্রেমিকের দিকে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement