Woman Found Dead: মুম্বইতে ভয়ঙ্কর ঘটনা, মহিলাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তির প্রেমিকের দিকে

Last Updated:

পুলিশের প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, মহিলাটির সঙ্গে নভি মুম্বইয়ের পানভেলের বাসিন্দা স্বস্তিক পাটিলের সম্পর্ক ছিল৷

মুম্বই শহরে খুন এক তরুণী
মুম্বই শহরে খুন এক তরুণী
মুম্বই: মহারাষ্ট্রের নভি মুম্বই, বুধবার বিকেল সাড়ে চারটে৷ বেলাপুরের কাছে একটি স্কুলের কাছে হ্রদের মধ্যে ১৯ বছর বয়সি এক মহিলার মৃতদেহ দেখতে পান কয়েকজন জেলে। মুম্বই শহরের বুকে এই ধরনের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত অবস্থায় রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে। মনে করা হচ্ছে  সম্পর্কজনিত কারণেই এই হত্যাকাণ্ডটি সংঘঠিত করা হয়েছে৷
advertisement
বৃহস্পতিবার একজন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে, মেয়েটির প্রেমিক, যাকে হত্যাকারী বলে অনুমান করা হচ্ছে, সে সম্ভবত হত্যাকাণ্ড ঘটানোর পর নিজেও আত্মহত্যা করেছে৷
advertisement
এনআরআই থানার আধিকারিকের তরফ থেকে জানা যাচ্ছে মৃত মহিলাটির নাম ভাবিকা মোর৷ তিনি নেরুলের একটি কলেজের ছাত্রী ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, মহিলাটির সঙ্গে নভি মুম্বইয়ের পানভেলের বাসিন্দা স্বস্তিক পাটিলের (২২)সম্পর্ক ছিল৷
advertisement
এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিকেল ৪টার দিকে তারা দুজনেই লেকের দিকে গিয়েছিল কিন্তু সেখান থেকে কেউই আর ফেরেনি। সম্ভবত  কোনও কারণে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল৷
তার পরেই এই হত্যাকাণ্ড৷ প্রথমে ছেলেটি মেয়েটির শ্বাসরোধ করে হত্যা করে৷ তারপর হ্রদের মধ্যে মৃতদেহ ফেলে নিজেও আত্মহত্যা করেছে৷
যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই ওই মহিলার মৃত্যুর সঠিক কারণ সম্বন্ধে জানা যাবে৷ পুলিশ এখন পর্যন্ত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Woman Found Dead: মুম্বইতে ভয়ঙ্কর ঘটনা, মহিলাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তির প্রেমিকের দিকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement