On Cam: পাঁচ তলার উপর থেকে নীচে পড়ল গোল্ডেন রেট্রিভার, মৃত ১ শিশু, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দেওয়া হয়েছে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের জন্য মেয়েটির দেহ হাসপাতালে পাঠানো হয়েছে৷

সিসিটিভিতে ধরা পড়ে সেই ভয়ঙ্কর মুহূর্তের ছবি. (Screengrab via X
সিসিটিভিতে ধরা পড়ে সেই ভয়ঙ্কর মুহূর্তের ছবি. (Screengrab via X
থানে: প্রায় পাঁচ তলার উপর থেকে নীচে পড়ছে একটা কুকুর৷ তার ঠিক নীচেই মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল একরত্তি বাচ্চাটা৷ উপর থেকে তার ঘাড়েই শেষ অবধি পড়ল কুকুরটা৷ আর তাতেই প্রাণ গেল, সেই একরত্তি মেয়েটির৷
ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের থানেতে৷ পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে৷ সেখানেই এই মর্মান্তিক দৃশ্যটি ধরা পড়ে৷ দেখা যাচ্ছে মায়ের সঙ্গে ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছে তিন বছরের ছোট্ট মেয়েটা৷ হঠাৎ করে পাঁচতলার উপর থেকে বাচ্চা মেয়েটার গায়ে পড়ে আস্ত এক কুকুর৷
advertisement
advertisement
গোল্ডেন রেট্রিভারের চাপে গুরুতর আহত হয় মেয়েটি৷ চিকিৎসার জন্য সত্বর নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ মারা যায় তিন বছরের বাচ্চাটি৷
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দেওয়া হয়েছে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের জন্য মেয়েটির দেহ হাসপাতালে পাঠানো হয়েছে৷
advertisement
এখনও অবধি জানা গিয়েছে, ঘটনাটি বিকেল সাড়ে চারটের দিকে ঘটেছে৷ তবে কুকুরটি নিজে থেকেই পড়ে গিয়েছিল, নাকি তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল, সেই নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি৷ যদিও মৃতের মা কোনও রকম ষড়যন্ত্রের সন্দেহ করেননি৷
বাংলা খবর/ খবর/দেশ/
On Cam: পাঁচ তলার উপর থেকে নীচে পড়ল গোল্ডেন রেট্রিভার, মৃত ১ শিশু, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement